Durgapur News : অণ্ডাল বিমানবন্দরে শীঘ্র শুরু হবে কার্গো টার্মিনাল! সুফল পাবেন বহু ব্যবসায়ী
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
Last Updated:
কার্গো টার্মিনাল থাকলে ব্যবসায়ীদের আমদানি - রপ্তানির ক্ষেত্রে সুবিধা হবে অনেক। সময় লাগবে কম।
দুর্গাপুর: অণ্ডাল বিমানবন্দর থেকে খুব শীঘ্রই শুরু হচ্ছে কার্গো পরিষেবা। বিমানবন্দর সূত্রে খবর, ইতিমধ্যেই সেখানে কার্গো টার্মিনাল তৈরির কাজ শেষ। আগামী ৩১ জুলাই অথবা আগস্টের প্রথম দিনেই এই টার্মিনালের উদ্বোধন করা হতে পারে। আর এই কার্গো টার্মিনাল শুরু হয়ে গেলে ব্যাপক সুবিধা পাবেন পশ্চিম বর্ধমান সহ আশপাশের জেলার ব্যবসায়ীরা। বিশেষ করে যারা বাইরে থেকে মালপত্র আমদানি বা রপ্তানি করেন, তাদের সুবিধা হবে অনেকটা।
উল্লেখ্য, অন্ডাল বিমানবন্দরে অনেকটাই বেড়েছে ব্যবসায়ী যাত্রীদের সংখ্যা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিরা বিভিন্ন ব্যবসায়িক কাজের জন্য বেছে নিচ্ছেন অন্ডাল বিমানবন্দরকে। ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে অন্ডাল থেকে মুম্বাইগামী তিনটি বিমান যাতায়াত করছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বণিক সংগঠনগুলি কার্গো টার্মিনালের দাবি জানিয়ে আসছিলেন।
advertisement
advertisement
কারণ কার্গো টার্মিনাল থাকলে ব্যবসায়ীদের আমদানি – রপ্তানির ক্ষেত্রে সুবিধা হবে অনেক। সময় লাগবে কম। সেই সূত্র ধরেই দাবি জানানো হচ্ছিল। অবশেষে ব্যবসায়ীদের জন্য সেই সুযোগ এনে দিল অন্ডাল বিমানবন্দর। খুব শীঘ্রই শুরু হবে পরিষেবা।
বিমানবন্দরের কার্গো টার্মিনাল শুরু করার উদ্যোগ দেখে খুশি শহরের বণিক সংগঠনগুলি। চেম্বার অব কমার্সের কর্তারা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এর ফলে জেলার ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। শুধু পশ্চিম বর্ধমান বা আসানসোল-রানীগঞ্জ নয়, আশপাশের জেলাগুলির ব্যবসায়ীরাও এর সুফল পাবেন। বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা অণ্ডাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের সুবিধা লাভ করতে পারবেন।
advertisement
এমনকী প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অনেক ব্যবসায়ীও অন্ডাল বিমানবন্দর এর কার্গো টার্মিনালের সুফল পাবেন। ফলে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে থেকে শুরু হবে পরিষেবা।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 9:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : অণ্ডাল বিমানবন্দরে শীঘ্র শুরু হবে কার্গো টার্মিনাল! সুফল পাবেন বহু ব্যবসায়ী