নয়ন ঘোষ, পশ্চিম বর্ধমান : 'সেনা কর্তা অবসর নেন। কিন্তু তার পদমর্যাদা কখনও অবসর নেয় না।' একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই উক্তিটি করেছিলেন, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat)। তার এই মন্তব্যের যথার্থতা যে কতটা, তা বোঝা যাচ্ছে তাঁর আকস্মিক মৃত্যুর পরেই।(West Bardhaman News)গৌরব এবং কৃতিত্বের সঙ্গে সেনাবাহিনীতে দীর্ঘ সময় কাজ করার পর সেনাপ্রধান হয়েছিলেন বিপিন রাওয়াত। পরবর্তী ক্ষেত্রে ২০২০ সালে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত(General Bipin Rawat)। গত বুধবার তামিলনাড়ু কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। জেনারেলের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। এই শহীদের প্রতি সম্মান জানাতে, রাস্তায় নামছে মানুষজন। মোমবাতি হাতে তাঁর আত্মার শান্তি কামনা করছেন সকলেই। পশ্চিম বর্ধমান জেলাতেও সেই ছবি অন্যথা হয়নি (West Bardhaman News)। আসানসোল, দুর্গাপুর থেকে পানাগড়, রাজনৈতিক- অরাজনৈতিক, সবাই সামিল হয়েছেন জেনারেল রাওয়াত এর স্মৃতিচারণায়। তাঁকে সম্মান জানাতে মোমবাতি মিছিল হচ্ছে জেলা থেকে রাজ্য, সব জায়গায়। এই ছবিটাই বুঝিয়ে দিচ্ছে, সিডিএস বিপিন রাওয়াত-এর মন্তব্যের সত্যতা কতখানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gen Bipin Rawat's death, Paschim bardhaman, West Bardhaman