West Bardhaman News- চার রাজ্যের জয়ে আসানসোলে উচ্ছ্বাস প্রকাশ বিজেপি কর্মী সমর্থকদের

Last Updated:

নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পরেই উচ্ছ্বাস প্রকাশ করলেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। এদিন আসানসোলের শাকতোরিয়া রোডে বিজেপি কার্যালয়ের সামনে বিজয় উল্লাসে মেতে উঠলেন দলের কর্মী সমর্থকরা

+
আসানসোলে

আসানসোলে বিজেপি কার্যালয়ের সামনে বিজয় উল্লাস।

#পশ্চিম বর্ধমান- পাঁচ নির্বাচনের ফলাফলের উত্তাপ এসে পড়ল এ রাজ্যে। চারটি রাজ্যে বিজেপির জয় নিশ্চিত হওয়ার ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পরেই উচ্ছ্বাস প্রকাশ করল পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। এদিন আসানসোলের শাকতোরিয়া রোডে বিজেপি কার্যালয়ের সামনে বিজয় উল্লাসে মেতে উঠলেন দলের কর্মী সমর্থকরা। রাস্তায় নেমে বিজয় মিছিল করতে দেখা গিয়েছে তাদের। দলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে জয়ের আনন্দে শামিল হয়েছিলেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার পাঁচটি রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মনিপুর এবং উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছেএদিন। যার মধ্যে পঞ্জাব ছাড়া চারটি রাজ্যে ব্যাপকভাবে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। উত্তরপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ফের ক্ষমতা দখল করতে চলেছে। এমন ফলাফলের রেস এসে পড়েছে বাংলার মাটিতে। অন্য রাজ্য হলেও দলের জয়ের আনন্দে শামিল হয়েছেন এ রাজ্যের কর্মী-সমর্থকরাও।উল্লেখ্য, সদ্য সম্পন্ন হয়েছে রাজ্যের পুর নির্বাচন। এ রাজ্যের পুর নির্বাচনে ব্যাপক ভাবে সাফল্য পেয়েছে তৃণমূল। কিন্তু আশাব্যঞ্জক ফল করতে পারেনি বিজেপি। ফলে কিছুটা মুষড়ে পড়েছিলেন দলের কর্মী সমর্থকরা। কিন্তু এদিন পাঁচটি রাজ্যের মধ্যে চারটি রাজ্য এগিয়ে থাকার ফলাফল, ফের চাঙ্গা করেছে দলীয় কর্মী সমর্থকদের। আসানসোলের বিজয় মিছিল যার প্রতিচ্ছবি। আসানসোলের কুলটি রোডে বিজেপির কর্মী-সমর্থকেরা বিজয় উল্লাস করেছেন। একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন। স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচনের সেমিফাইনালের ফলাফল ফের উজ্জীবিত করে তুলেছে বিজেপি কর্মী সমর্থকদের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- চার রাজ্যের জয়ে আসানসোলে উচ্ছ্বাস প্রকাশ বিজেপি কর্মী সমর্থকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement