West Bardhaman News- তৃণমূলের স্লোগান ছিনিয়ে অগ্নিমিত্রার মুখে 'আসানসোল নিজের মেয়েকে চায়'

Last Updated:

কার্যত তৃণমূলের স্লোগান ছিনিয়ে নিলেন আসানসোল উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। 'বাংলা নিজের মেয়েকে চায়' ছিনিয়ে নিয়ে অগ্নিমিত্রা বললেন, আসানসোল নিজের মেয়েকে চায়

+
News

News 18 লোকাল

#পশ্চিম বর্ধমান- কার্যত তৃণমূলের স্লোগান ছিনিয়ে নিলেন আসানসোল উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। 'বাংলা নিজের মেয়েকে চায়' ছিনিয়ে নিয়ে অগ্নিমিত্রা বললেন, 'আসানসোল নিজের মেয়েকে চায়'। প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক তথা বিজেপি প্রার্থী। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। আগামী মাসে রয়েছে নির্বাচন। উপ নির্বাচন হলেও কোনোভাবেই প্রচারে ফাঁক রাখতে চাইছেন না বিজেপি প্রার্থী। আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অগ্নিমিত্রা পল। গত বিধানসভা নির্বাচনেও প্রচার শুরুর আগে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। উপনির্বাচনে প্রার্থী হয়েও পুজো দিয়ে এই প্রচারে নামলেন অগ্নিমিত্রা পল। প্রচারে নেমে কার্যত তৃণমূলের স্লোগান ছিনিয়ে নিয়েছেন তিনি।
অগ্নিমিত্রা পল বলেছেন, "আসানসোলে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি যদি জিতেও যান, তাহলেও তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন না। কিন্তু অগ্নিমিত্রা পল সবসময় আসানসোলের মানুষের পাশে ছিলেন। গত এক বছর ধরে আমি আসানসোলের জন্য কাজ করছি। তাই আসানসোল নিজের মেয়েকে চায়।" নিজের জয় সম্পর্কে যে তিনি নিশ্চিত, তা বোঝাতে গিয়ে তৃণমূলের স্লোগান ব্যবহার করেছেন অগ্নিমিত্রা পল।
advertisement
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের 'বাংলা নিজের মেয়েকে চায়' স্লোগান ব্যাপকভাবে সাফল্য পেয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে এই স্লোগান ব্যবহার করেছিল ঘাসফুল শিবির। যা এদিন কার্যত ছিনিয়ে নিয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী। যদিও বিজেপি প্রার্থীর তৃণমূলের স্লোগান ব্যবহার করাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি ঘাসফুল শিবিরের নেতারা।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- তৃণমূলের স্লোগান ছিনিয়ে অগ্নিমিত্রার মুখে 'আসানসোল নিজের মেয়েকে চায়'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement