West Bardhaman News|| কী কাণ্ড! গাড়ি সরাতে বলাই কাল হল, গ্রামবাসীদের বেদম মারল লরিচালকরা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
Last Updated:
পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিমেন্ট কারখানার সামনে এই ঘটনা হয়েছে বলে খবর। লরি চালকদের ব্যাপক মারধরে গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন গ্রামবাসী, অভিযোগ এমনটাই।
#পানাগড়: দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন রাস্তায়। অল্প রাস্তা চেয়ে সরাতে বলেছিলেন লরি। আর সেটাই কাল হল রীতিমতো লরি চালকদের। শাবল, রডের শিকার হতে হল তিন গ্রামবাসীকে। এমনই ভয়ংকর ঘটনার শিকার হয়েছেন পানাগড়ের কোটা গ্রামের তিন বাসিন্দা।
পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিমেন্ট কারখানার সামনে এই ঘটনা ঘটেছে। লরি চালকদের ব্যাপক মারধরে গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন গ্রামবাসী, অভিযোগ এমনটাই। আপাতত সকলেই মানকর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
আরও পড়ুনঃ আবার কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর মৃত্যু, এ বারেও ঘাতক দ্রুতগামী গাড়ি
জানা গিয়েছে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোটা গ্রামের রাস্তায় লরি চালকদের হাতে আক্রান্ত হয়েছেন ৩ জন গ্রামবাসী। ঘটনাটি হয়েছে সোমবার গভীর রাতে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে অবস্থিত একটি বেসরকারি সিমেন্ট কারখানার সামনে এই ঘটনা হয়েছে জানা গিয়েছে। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন কোটা গ্রামের বাসিন্দা।
advertisement
advertisement
আক্রান্ত ব্যক্তি অমিত গুঁই এর অভিযোগ, তারা রাত এক পরিচিতের বাড়ির অনুষ্ঠান সেরে কোটা গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাস্তায় একাধিক লরি দাঁড়িয়ে থাকার কারণে রাস্তার ওপরে তাদের দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হয়। যার কারণে গাড়ি থেকে নেমে তাদের রাস্তা ছাড়ার কথা বলেন তারা। অভিযোগ, তখনই তাদের ৩ জনের উপরে চড়াও হন লরি চালকরা।রীতিমত রড, শাবল নিয়ে তাদের উপর চড়াও হয়েছেন বলে অভিযোগ।
advertisement
জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন গ্রামের বাসিন্দারা। অন্যদিকে, এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। বুদবুদ থানার পুলিশ এক লরি চালককে এই ঘটনার জেরে গ্রেফতার করেছে।
Nayan Ghosh
Location :
First Published :
November 29, 2022 2:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News|| কী কাণ্ড! গাড়ি সরাতে বলাই কাল হল, গ্রামবাসীদের বেদম মারল লরিচালকরা