Paschim Bardhaman: গ্রামবাসীদের উদ্যোগে ন'দিন ব্যাপী ভগবত কথা ও মহাযজ্ঞ অনুষ্ঠান
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আগামী নয় দিনের জন্য মহাযজ্ঞ এবং ভগবত কথা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত ধর্মের বাণী প্রচার, ভগবত গীতা সম্পর্কে প্রচার এবং ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে জেমারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসানসোল: জেমারিতে আয়োজন করা হয়েছে ভগবত কথা ও মহাযজ্ঞের। আসানসোলের জেমারি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এই মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী নয় দিনের জন্য মহাযজ্ঞ এবং ভগবত কথা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত ধর্মের বাণী প্রচার, ভগবত গীতা সম্পর্কে প্রচার এবং ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে জেমারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এ বছরের পুরনো নিয়ম মেনে ভগবত কথা এবং মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতা এই মহাযজ্ঞের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।উল্লেখ্য, আসানসোলের রেলগেট ময়দানে ভগবত কথা ও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। পুরো জেমারি গ্রামের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। চলতি বছরে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছেন। গত দু'বছর সংক্রমনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়নি তেমন ভাবে। তবে এ বছর সময় বেশ জাঁকজমকের সঙ্গে গ্রামের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন আসানসোলের মেয়রকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করতে দেখা গিয়েছে। অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে বিধান উপাধ্যায় জানিয়েছেন, এই মহাযজ্ঞে তিনি ভগবানের কাছে সকলের শান্তি এবং সুস্থতা কামনা করেছেন। সংক্রমণ কাটিয়ে বিশ্ব যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, সেই প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি এই মহাযজ্ঞের অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক মানুষের যাতায়াত লেগে রয়েছে জেমারি গ্রামে। নয় দিন ব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে রয়েছে।
Location :
First Published :
April 04, 2022 6:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: গ্রামবাসীদের উদ্যোগে ন'দিন ব্যাপী ভগবত কথা ও মহাযজ্ঞ অনুষ্ঠান
