Bardhaman News | Anubrata Mondal : মাছ বিক্রেতা থেকে বীরভূমের কেষ্ট! কী করে? মাগুর মাছ হাতে প্রতিবাদে কংগ্রেস

Last Updated:

Bardhaman News | Anubrata Mondal : মাছ বিক্রতা থেকে কী করে এত কিছু হল কেষ্টর? কোথায় গলত? এবার মাছ হাতে রাস্তায় নামল কংগ্রেস!

মাগুর মাছ হাতে নিয়ে আসানসোলে প্রতিবাদ মিছিল কংগ্রেসের।
মাগুর মাছ হাতে নিয়ে আসানসোলে প্রতিবাদ মিছিল কংগ্রেসের।
#পশ্চিম বর্ধমান : অভিনব প্রতিবাদ দেখল আসানসোলের মানুষ। একদিকে যখন বিভিন্ন অভিযোগে সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে সিবিআই আদালতে তোলার প্রস্তুতি চলছে, তখন আসানসোলের রাস্তায় নেমে অভিনবভাবে প্রতিবাদ জানালেন কিছু কংগ্রেস কর্মী সমর্থকরা। যে প্রতিবাদ দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর শহরবাসী প্রথম বোঝার চেষ্টা করছে এই অভিনব প্রতিবাদের মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে। যদিও পরে বিক্ষোভকারী কংগ্রেস কর্মী সমর্থকরা প্রতিবাদের অর্থ বুঝিয়ে দিয়েছেন।
এদিন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসানসোলের রাস্তায় নেমেছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। যে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি। এদিন আসানসোল কোর্ট চত্বরে সামনে বিভিন্ন রাস্তায় মাগুর মাছ হাতে প্রতিবাদ করতে দেখা গিয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের। রাস্তায় নেমে মাছ বিক্রি করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং মাছওয়ালা ভঙ্গিমায় মাছ বিক্রি করার ডাক দিতে দেখা গিয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের। কিন্তু মাছ নিয়ে কেন রাজনৈতিক প্রতিবাদ মিছিল, তার অর্থ প্রথমে বুঝতে পারেননি রাস্তায় ঘোরাফেরা করা সাধারণ মানুষ। যদিও পরে এই অভিনব প্রতিবাদ মিছিলের কারণ জানিয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। মূলত অনুব্রত মণ্ডলের পুরাতন পেশাকে নির্দেশ করে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা।
advertisement
বিক্ষোভকারী কংগ্রেস নেতাকর্মীরা দাবি করেছেন, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নামে একাধিক অভিযোগ উঠেছে। তার প্রচুর পরিমাণ সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে। যিনি আগে মাছ বিক্রি করতেন, তিনি আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ, অনুব্রত মণ্ডলের বেনামে একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে সিবিআই এর তদন্তে। সাধারণ মানুষের থেকে অন্যায় ভাবে এই সমস্ত টাকা-পয়সা আদায় করেছেন বলে অভিযোগ তুলেছেন তারা। তারই প্রতিবাদে এমন পদক্ষেপ করেছেন কংগ্রেস নেতাকর্মীরা। মূলত তারা বোঝাতে চেয়েছেন, অনুব্রত মণ্ডল যাতে তার প্রভাব প্রতিপত্তি এই সিবিআই তদন্তে হারিয়ে ফেলেন এবং পুরাতন পেশায় ফিরে যান।
advertisement
advertisement
এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, এমনিতেই রাজনীতির ময়দানে অনুব্রত মণ্ডল বর্তমানে একটি হেভিয়েট নাম। ফলে তার ক্ষেত্রে যেমন জনসমর্থন রয়েছে, তেমনি বিরোধী শিবিরের ক্ষোভও রয়েছে তার বিরুদ্ধে। আর সেই ক্ষেত্রে বিরোধীরা চাইছেন, সিবিআই পুরো ঘটনার তদন্ত করে অনুব্রত মণ্ডলকে শাস্তি দিক। তদন্ত এবং শাস্তি শেষে যখন তিনি ছাড়া পাবেন, তখন যাতে তিনি তার প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলেন, সেই দাবি কার্যত ঘুরিয়ে তদন্তকারী সংস্থার কাছে তুলেছেন বিক্ষোভকারীরা। সেই দাবি তুলতেই অনুব্রত মণ্ডলের পুরনো পেশাকে হাতিয়ার করেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News | Anubrata Mondal : মাছ বিক্রেতা থেকে বীরভূমের কেষ্ট! কী করে? মাগুর মাছ হাতে প্রতিবাদে কংগ্রেস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement