Bangla News: দুর্গাপুরের আকাশে উড়ল চন্দ্রযান ৩, যুবকের কেরামতি দেখে সাবাশ বলছে শহর!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
রকেট আকাশে ওড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে গ্যাস এবং ফায়ার সিস্টেম। পাশাপাশি রকেট উড়াতে তিনি ব্যবহার করেছেন রিমোট কন্ট্রোল।
দুর্গাপুর: যুবকের কেরামতি দেখে অবাক হয়ে গেল শহরবাসী। দুর্গাপুরের আকাশ থেকে উড়ল চন্দ্রযান তিন। পৃথিবীর মায়া কাটিয়ে ধীরে ধীরে চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে ইসরোর তৈরি চন্দ্রযান। চাঁদের মাটিতে চন্দ্রযান তিনের সফট ল্যান্ডিং-এর অপেক্ষায় গোটা দেশবাসী। ইসরোর অভিযান সফল হলে, তা দেশবাসীর কাছে গর্বের বিষয় হবে। বদলে যেতে পারে দেশের অর্থনৈতিক চিত্রটাও। বিজ্ঞানীদের সেই কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানাতে দুর্গাপুরের যুবকের এই কেরামতি।
দুর্গাপুরের গোপালমাঠ দুবচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ। এলাকাবাসীর কাছে তিনি মনু নামে পরিচিত। সেই ছোটন ঘোষ তৈরি করে ফেলেছেন চন্দ্রযান তিনের প্রতিলিপি। থার্মোকল, প্লাইউড, রড ইত্যাদি ব্যবহার করে তিনি চন্দ্রদান ৩ তৈরি করেছেন। তাঁর বন্ধুদের সহযোগিতায় তৈরি হয়েছে চন্দ্রযানের প্রতিলিপি। যুবকের তৈরি এই রকেট আকাশে ওড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে গ্যাস এবং ফায়ার সিস্টেম। পাশাপাশি রকেট উড়াতে তিনি ব্যবহার করেছেন রিমোট কন্ট্রোল। যা নিজের ফোনের সঙ্গে কানেক্ট করে তিনি চন্দ্রযান তিন আকাশে উড়িয়েছেন।
advertisement
advertisement
উল্লেখ্য, মেশিনপত্র নিয়ে খেলা করতে থাকা ছোটন ঘোষ আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। বেশ কয়েক মাস আগে তিনি দশ সিটের একটি বাইক বানিয়ে চমকে দিয়েছিলেন সকলকে। পেশায় ডেকোরেটর এবং ফুল ব্যবসায়ী হলেও, ছোট থেকেই মেকানিক্যাল এবং যন্ত্রপাতি নিয়ে নানারকম গবেষণা চালাতে এক্সপার্ট ছোটন ঘোষ। চন্দ্রযান তিন লঞ্চ করার পরেই তিনি ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে চন্দ্রযান তিনের প্রতিলিপি তৈরি করার সিদ্ধান্ত নেন। আর কয়েক দিনের পরিশ্রমে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছেন এই যুবক। ছোটনের এই প্রয়াসকে সাধুবাদ দিয়েছেন শহরের মানুষ।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 4:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bangla News: দুর্গাপুরের আকাশে উড়ল চন্দ্রযান ৩, যুবকের কেরামতি দেখে সাবাশ বলছে শহর!