West Bardhaman Exclusive : দোরগোড়ায় কড়া নাড়ছে সরস্বতী পুজো, তবুও চাহিদা নেই বাঁশের তৈরি রেডিমেড মন্ডপের

Last Updated:

গত দু'বছর আগে পর্যন্ত চাহিদা তুঙ্গে ছিল। দুই হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের বিভিন্ন মডেলের রেডিমেড মণ্ডপ বিক্রি হতো জেলাজুড়ে। ভিন জেলাতেও পাড়ি দিত এই সমস্ত মণ্ডপগুলি

+
বিক্রির

বিক্রির আশায় রেডিমেড মণ্ডপ তৈরি করে রেখেছেন শিল্পীরা।

#পশ্চিম বর্ধমান- দোরগোড়ায় কড়া নাড়ছে সরস্বতী পুজো। তবে এখনো সেই অর্থে বিশেষ কোনো বড় মণ্ডপ তৈরির দেখা পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন ডেকোরেটর মালিকরা এবং প্যান্ডেল তৈরির কাজে যুক্ত শিল্পী এবং শ্রমিকরা। লকডাউন এবং করোনার জেরে সমস্যায় পড়েছেন আসানসোল মুরগাসোলের বেশকিছু শিল্পী। তারা বছরভর বাঁশের তৈরি বিভিন্ন রকম মন্ডপের মডেল তৈরি করেন। রেডিমেড এই মণ্ডপ গুলির চাহিদা গত দু'বছর আগে পর্যন্ত তুঙ্গে ছিল। দুই হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের বিভিন্ন মডেলের রেডিমেড মণ্ডপ বিক্রি হতো জেলাজুড়ে। ভিন জেলাতেও পাড়ি দিত এই সমস্ত মণ্ডপগুলি। কিন্তু গত দু'বছরে অনেকটাই কমেছে চাহিদা। বাঁশের চাচর, মাদুর ইত্যাদি দিয়ে তৈরি এই সমস্ত মণ্ডপগুলি এখন শিল্পীদের ওয়ার্কশপে পড়ে থাকছে। আগাম বিভিন্ন মডেলের মণ্ডপ তৈরি করে রাখলেও, দেখা নেই ক্রেতাদের। ফলে হতাশ হচ্ছেন শিল্পীরা। কবে দিন ফিরবে, সেই আশাতেই বসে আছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman Exclusive : দোরগোড়ায় কড়া নাড়ছে সরস্বতী পুজো, তবুও চাহিদা নেই বাঁশের তৈরি রেডিমেড মন্ডপের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement