Paschim Bardhaman: আসানসোলের ৮৩ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা

Last Updated:

পথ চলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন এলাকার মানুষজন। পাশাপাশি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে নিকাশি ব্যবস্থাও বেহাল।

+
৮৩

৮৩ নম্বর ওয়ার্ডে একদিকে জমেছে আবর্জনা, সঙ্গে বেহাল নিকাশি।

আসানসোল: আসন্ন আসানসোল পুরসভার নির্বাচন। কিন্তু আসানসোল ৮৩ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা ঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা। দীর্ঘদিন ৮৩ নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কার হয়নি। ফলে পথ চলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন এলাকার মানুষজন। পাশাপাশি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে নিকাশি ব্যবস্থাও বেহাল। স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে পুরসভার যে সমস্ত জল পরিষেবা রয়েছে, সেগুলিও মাঝে মধ্যে পাওয়া যায় না। এ বিষয়ে স্থানীয়রা, কাজ করানোর দায়িত্ব যারা ছিলেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। গতবছরের বন্যায় এই ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হয়েছে। বিভিন্ন জায়গায় জমেছে আবর্জনা। স্থানীয় মানুষজন চাইছেন, এই নির্বাচনে যে দলের জনপ্রতিনিধিই নির্বাচিত হন না কেন, যেন ওয়ার্ডবাসীর সমস্যা দূরীকরনে সচেষ্ট হন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: আসানসোলের ৮৩ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement