Paschim Bardhaman News: দুই বছরের সন্ধিক্ষণ উদযাপনে প্রস্তুত মানুষজন, প্রস্তুতি পুলিশ মহলেও
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরে পুরনোকে বিদায় জানানোর পালা। স্বাগত জানাতে হবে নতুন বছরকে। দুই বছরের সন্ধিক্ষণ উদযাপনের জন্য কার্যত উৎসবের মেজাজে রয়েছেন থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য।
#আসানসোল : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরে পুরনোকে বিদায় জানানোর পালা। স্বাগত জানাতে হবে নতুন বছরকে। দুই বছরের সন্ধিক্ষণ উদযাপনের জন্য কার্যত উৎসবের মেজাজে রয়েছেন থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য। ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছেন মানুষ। একইভাবে প্রস্তুতি সেরেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নববর্ষ উদযাপনের আগে শহরের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা। আসানসোল এবং দুর্গাপুর সহ জেলার বিভিন্ন জায়গায় পুলিশের শক্ত নজরদারি লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে যে সমস্ত জায়গাগুলিতে জন সমাগম হওয়ার আশঙ্কা বেশি রয়েছে, সেখানে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, এবং প্রয়োজনের সময় তৎক্ষণাৎ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পুলিশ মহলে এই বিশেষ তৎপরতা। ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি আনন্দ উৎসবে মেতে উঠছেন আপামর মানুষ। এমতাবস্থায় আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন শপিং মল গুলিতে প্রচুর মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করছেন পুলিশ কর্তারা। একই অবস্থা দুর্গাপুরের শপিং মল গুলিতেও।
advertisement
সেজন্য বর্ষবরণের রাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে করা হয়েছে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি এদিন বিকালে শপিংমলের নিরাপত্তা রক্ষীদের নিয়ে শপিং মলগুলিতে ঘুরেছেন পুলিশ কর্তারা। পাশপাশি নিরাপত্তা রক্ষীদের কি কি করণীয়, তা নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিন বিকালে আসানসোলের একটি বেসরকারি শপিংমলে নিরাপত্তা রক্ষীদের সাথে পুলিশকে এই আলোচনা করতে দেখা গিয়েছে। এসিপি পদমর্যাদা আধিকারিক - এর উপস্থিতিতে এই সচেতনতা মূলক প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
December 31, 2022 8:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: দুই বছরের সন্ধিক্ষণ উদযাপনে প্রস্তুত মানুষজন, প্রস্তুতি পুলিশ মহলেও