Asansol Byelection: 'মমতা ঝুকেগা নেহি' বনাম 'আসানসোল নিজের মেয়েকে চায়'; ঐশী বললেন অকাল নির্বাচন

Last Updated:

প্রচারের জন্য হাতে রয়েছে আর মাত্র দু'দিন। তারপরেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন

+
আসানসোল

আসানসোল উপনির্বাচনের প্রচারে বিভিন্ন দলের হেভিওয়েটরা।

#আসানসোল: প্রচারের জন্য হাতে রয়েছে আর মাত্র দু'দিন। তারপরেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচনে লড়াই করতে সমস্ত রাজনৈতিক দলগুলি ঝাঁপিয়ে পড়েছে, চলছে শেষ মুহূর্তের জোরকদমে প্রচার। শুক্রবার আসানসোলে সারাদিন বিভিন্ন জায়গায় প্রচার সারলেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম প্রার্থীরা। বিভিন্ন জায়গায় হেভিওয়েটদের দিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছে। প্রচারে ঝড় তুলেছেন সমস্ত প্রার্থীরা, তাদের সমর্থনে আসা হেভিওয়েটরা।
আসানসোলের উপ নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, শহরে পা রাখার পর থেকে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন। শুক্রবার শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার সারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। আসানসোলের রবীন্দ্রভবনে একটি কর্মী সভার মাধ্যমে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করেছেন তিনি।
অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের দুটি জায়গায় উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রচারে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বাম প্রার্থী পার্থ মুখার্জীর হয়ে প্রচার করেছেন বাম নেত্রী ঐশী ঘোষ। নির্বাচনী প্রচারে বেরিয়ে এই উপনির্বাচনকে অকাল নির্বাচন বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি প্রাক্তন সংসদ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
advertisement
advertisement
এদিন আসানসোলে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ। প্রচারে তিনি দক্ষিণী সিনেমার ডায়লগ তুলে ধরে বলেন 'মমতা ঝুকেগা নেহি'। অন্যদিকে আসানসোলের ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শ্রীকান্ত মাহাতো। তাছাড়াও রোড শো এর মাধ্যমে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol Byelection: 'মমতা ঝুকেগা নেহি' বনাম 'আসানসোল নিজের মেয়েকে চায়'; ঐশী বললেন অকাল নির্বাচন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement