West Bardhaman News- নাম ঘোষণার পরেই জোরকদমে প্রচার আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের

Last Updated:

প্রচারে আসানসোলের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল

+
News

News 18 লোকাল

#পশ্চিম বর্ধমান- নাম ঘোষণা হওয়ার পরেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন আসানসোলের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পলের নাম ঘোষণা করা হয়েছে গত শুক্রবার। তারপরেই নির্বাচনের ময়দানে আরেকবার নেমে পড়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসন্ন লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
উপনির্বাচনের প্রচারে নেমে দেওয়াল লিখন করতে দেখা গিয়েছে অগ্নিমিত্রা পলকে। কুলটির আলডি গ্রামে নিজের সমর্থনে দেওয়াল লিখন সেরেছেন বিজেপি বিধায়ক। আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে আসানসোল কেন্দ্রের উপনির্বাচন। তার আগে জোরকদমে প্রচার শুরু করে দিলেন বিজেপির প্রার্থী। প্রসঙ্গত, তৃণমূল বিজেপির আগে প্রার্থী ঘোষণা করলেও, এখনো পর্যন্ত প্রার্থীকে কেন্দ্রে এসে প্রচার করতে দেখা যায়নি। যদিও দলের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে। কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের নাম ঘোষণা হওয়ার পরেই, প্রার্থী নিজেই নেমে পড়েছেন প্রচারে।
advertisement
এ বিষয়ে বিধায়ক তথা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেছেন, আসানসোল কেন্দ্রের উপনির্বাচনে তার নাম ঘোষণা হওয়া একেবারেই অপ্রত্যাশিত ছিল তার কাছে। এ জন্য তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। প্রচারের প্রথম দিনেই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পল। আসানসোলের মানুষকে আবেদন জানিয়েছেন তার পাশে থাকার জন্য। পাশাপাশি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, যারা প্রচারে আসছেন বা প্রার্থী হচ্ছেন, সবাইকে শুভেচ্ছা। কিন্তু আসানসোল কেন্দ্রে তিনিই জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পল।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- নাম ঘোষণার পরেই জোরকদমে প্রচার আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement