Paschim Bardhaman: গো গ্রীন-গো সাইকেল-গো ইন্ডিয়া

Last Updated:

অভিনব বার্তা আর সাইকেল সঙ্গী করে রাজধানী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এক যুবক। সাইকেল নিয়ে রাস্তায় কাটিয়ে ফেলেছেন ১৩ দিন।

+
যাত্রাপথে

যাত্রাপথে আসানসোলে প্রচারক বি তেজেস্বর রাও।

আসানসোল, পশ্চিম বর্ধমান : অভিনব বার্তা আর সাইকেল সঙ্গী করে রাজধানী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এক যুবক। সাইকেল নিয়ে রাস্তায় কাটিয়ে ফেলেছেন ১৩ দিন। তার কাছে পাখির চোখ দিল্লি পৌঁছান। আর এক বিশেষ বার্তা পৌঁছে দেওয়া। গো গ্রীন, গো সাইকেল, গো ইন্ডিয়া - এই স্লোগানকে সঙ্গী করে সাইকেল নিয়ে পথে নেমেছেন অন্ধ্রপ্রদেশের যুবক বি তেজেশ্বর রাও। তার লক্ষ্য দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা। দূষণমুক্ত ভ্রমণের জন্য মানুষকে আরও উৎসাহিত করে তোলা। সেজন্যই বছর পঁচিশের যুবক সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন দিল্লির পথে। তার লক্ষ্য অন্ধপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, আগ্রা হয়ে দিল্লি পৌঁছান। অন্ধ্রপ্রদেশ থেকে যাত্রা শুরু করে ১৩ দিনের মাথায় ওই যুবক এসে পৌঁছেছেন আসানসোলে। আরও এগিয়ে যেতে চান তিনি। চলার পথে তিনি যত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, সবাইকে আবেদন করছেন সাইকেল নিয়ে ভ্রমন করার জন্য। এই বিষয়ে প্রচারক তথা সাইকেল চালক তেজেস্বর রাও জানিয়েছেন, দূষণমুক্ত ভ্রমণ সম্পর্কে মানুষকে উৎসাহী করে তুলতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। এর ফলে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনই জ্বালানি তেলের ওপর মানুষের ভরসা কমবে। এমনিতেই জ্বালানি তেল এখন মহার্ঘ হয়ে উঠেছে। তাছাড়াও জ্বালানি তেল ব্যবহারে পরিবেশের ক্ষতি হচ্ছে।অন্যদিকে সাইকেল নিয়ে ভ্রমণ করলে এইসব ক্ষতির সম্ভাবনা যেমন দূরে যাবে, তেমনভাবেই স্বাস্থ্য রক্ষা পাবে। সে জন্য তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন, যাতে গোটা দেশে এই বার্তা ছড়িয়ে পড়ে। তিনি চলার পথে বহু মানুষের সান্নিধ্য পাচ্ছেন। সকলের কাছে ভালোবাসা, সম্মান পাচ্ছেন। আর নিজে সবার কাছে আবেদন জানাচ্ছেন, যাতে করে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাই একযোগে এগিয়ে আসেন।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: গো গ্রীন-গো সাইকেল-গো ইন্ডিয়া
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement