Paschim Bardhaman News: গরু খুঁজতে গিয়ে পরিত্যক্ত চানকে যুবক, রাতভর চলল উদ্ধারকাজ

Last Updated:

পরিত্যক্ত চানকে পড়ে মৃত্যু হল এক যুবকের। দীর্ঘ সময় ধরে উদ্ধার কার্য চালানোর পর ওই যুবকের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারীদের একটি বিশেষ দল দীর্ঘ প্রচেষ্টা চালানোর পর যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

+
title=

#আসানসোল : পরিত্যক্ত চানকে পড়ে মৃত্যু হল এক যুবকের। দীর্ঘ সময় ধরে উদ্ধার কার্য চালানোর পর ওই যুবকের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারীদের একটি বিশেষ দল দীর্ঘ প্রচেষ্টা চালানোর পর যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এমনই ঘটনা হয়েছে জামুরিয়ার কৈথা গ্রামে। জানা গিয়েছে কৈথাগ্রামের বাসিন্দা আশরাফ মালিত এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, সন্ধ্যার সময় গরু খুঁজতে গিয়ে পা পিছলে পরিত্যক্ত চানকে পড়ে যান। স্থানীয় একটি ইটভাটার এক শ্রমিক ঘটনাটি দেখতে পেয়ে কৈথা গ্রামের বাসিন্দাদের খবর দেন। কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ায় তখন আর ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।
পরদিন সকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর আশরাফ মালিতের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। তিনি দীর্ঘক্ষণ এই উদ্ধার কার্যের তদারকি চালান। জানা গিয়েছে, বছর আঠাশ - এর আশরাফ মালিত সন্ধ্যা বেলায় গরু খুঁজতে বের হন। কিন্তু সে সময় তখন কোনও ভাবে তিনি পা পিছলে পরিত্যক্ত চানকে পড়ে যান।
advertisement
উদ্ধারকারীদের অনুমান, পা পিছলে পড়ে যাওয়া মাত্রই চাণকের গভীর জলে তলিয়ে যান তিনি। পরে উদ্ধারকারীদের দল সেই দেহটি উদ্ধার করেছে দীর্ঘ প্রচেষ্টার পরে। এই ঘটনায় ইসিএল এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, পরিত্যক্ত চানক এইভাবে ফেলে রাখার ফলে দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি গ্রামের অন্যান্য বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত। পরিত্যক্ত চানকটি বন্ধ না করলে আগামী দিনে আবার দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: গরু খুঁজতে গিয়ে পরিত্যক্ত চানকে যুবক, রাতভর চলল উদ্ধারকাজ
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement