West Burdwan News : 'নেশামুক্ত ভারত' তার লক্ষ্য, ৬০ বছরেও রিক্সা নিয়ে ঘুরছেন গোটা দেশ
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
West Burdwan News: এবার বিহারের বাসিন্দা রাম ধরম শাহর লক্ষ্য কলকাতা। তাই বিহারের নিজের বাড়ি থেকে তিনি রিক্স নিয়ে বেরিয়ে পড়েছেন কলকাতার উদ্দেশ্যে।
পশ্চিম বর্ধমান : তার দু’চোখে স্বপ্ন নেশা মুক্ত ভারতবর্ষ দেখে যাওয়ার। নেশা মুক্ত দেশ গড়তে ৬০ বছর বয়সেও তিনি ঘুরছেন রাস্তায় রাস্তায়। নিজের রিক্সা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য এবং বড় শহরগুলি তিনি ঘুরে ফেলেছেন। এবার বিহারের বাসিন্দা রাম ধরম শাহর লক্ষ্য কলকাতা। তাই বিহারের নিজের বাড়ি থেকে তিনি রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছেন কলকাতার উদ্দেশ্যে। সেখান থেকে তিনি যাবেন অসম। তারপর হরিদ্বার। যাত্রাপথে তিনি এসে পৌঁছেছিলেন পানাগড়ে। সেখানেও সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি।
রাম ধরম শর্মা, বিগত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি। তার এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে মুম্বইয়ে। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন বলিউড শিল্পীরা। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। বলিউডের একাধিক বিশিষ্ট অভিনেতার সঙ্গে রয়েছে তাঁর ছবি। বিভিন্ন বিখ্যাত মনীষীদের ছবি, দেশের জাতীয় পতাকা এবং যাত্রাপথের অভিজ্ঞতা দিয়ে নিজের রিক্সা সাজিয়ে তুলেছেন বিহারের এই বাসিন্দা। আর তারপর সেই রিক্সা নিয়েই তিনি বেরিয়ে পড়েছেন দেশ ভ্রমনে। লক্ষ্য নেশা মুক্ত করতে যুবসমাজকে অনুপ্রাণিত করা।
advertisement
advertisement
কলকাতা যাওয়ার পথে তিনি যখন পানাগড়ে এসে পৌঁছন, তখন তাকে সংবর্ধনা জানানো হয়েছে। স্থানীয় নাগরিকরা তাকে সংবর্ধনা জানিয়েছেন। সাধুবাদ দিয়েছেন তার এই মহৎ উদ্যোগকে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতার রমন শর্মা জানিয়েছেন, খুব ভাল উদ্যোগ। অনেক কিছু শিক্ষণীয় আছে ওনার কাছে থেকে। তার যাত্রা আরও সফল হোক, এই কামনা করেছেন তিনি।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 23, 2023 10:47 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : 'নেশামুক্ত ভারত' তার লক্ষ্য, ৬০ বছরেও রিক্সা নিয়ে ঘুরছেন গোটা দেশ








