Sattu-Health: সকালে এক গ্লাস ছাতুর শরবত খেলেই ম্যাজিক! সুস্থ থাকতে বিশেষজ্ঞের পরামর্শ জানুন
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Sattu-Health: ছাতুর শরবতের গুণ জানলে অবাক হবেন! রোজ খান এই পরামর্শ মেনে!
উত্তর দিনাজপুর: গরমে নাজেহাল অবস্থায় শরবত যেন জীবন ফিরিয়ে দেয়। গরমকে হারাতে নানা ধরনের শরবতের জুড়ি নেই। তবে এই গরমে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এড়াতে প্রতিদিন ছাতুর শরবত খেতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ছাতু একদিকে যেমন হজমশক্তির উন্নতি ঘটায়। ছাতু খেলে শরীরের নানাবিধ উপকার তো হয়ই, সেই সঙ্গে অনেকক্ষণ পেট ভরে থাকার কারণে বারে বারে খাবার খাওয়ার প্রবণতাও কমে। ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও হ্রাস পায়।
একাধিক গবেষণায় দেখা গেছে ছাতু খেলে শরীরের নানাবিধ উপকার তো হয়ই, ওজন বৃদ্ধি হ্রাস করে। এমনকি প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আমাদের ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।তবে ছাতু বাইরে কিনে না খেয়ে বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন।চার চামচ টক দই এবং চার চামচ ছাতু এক কাপ ঠান্ডা জলে গুলে নিন। তার সঙ্গে মিশিয়ে দিন চাট মশলা, নুন, গোলমরিচ।
advertisement
advertisement
বাড়িতে ধনেপাতা থাকলে, তা-ও কুচিয়ে দিয়ে দিন। এর পর সামান্য চিনিও দিয়ে দিতে পারেন তাতে। তারপর সব একসাথে মিক্সড করে নিমিষেই এই গরমে বানিয়ে নিন ছাতুর শরবত। চাইলে এই শরবতে সামান্য বরফ কুচি ও দিতে পারেন। পুষ্টিগুণে ভরপুর এই ছাতুর শরবত নিজে খান ও এই গরমে কোন অতিথি এলেও নিমিষেই বানিয়ে খাওয়ান। ছাতুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ক্যালশিয়াম। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ত্বক এবং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারি।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2023 9:43 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Sattu-Health: সকালে এক গ্লাস ছাতুর শরবত খেলেই ম্যাজিক! সুস্থ থাকতে বিশেষজ্ঞের পরামর্শ জানুন







