North Dinajpur news: এই রথের মেলার প্রধান আকর্ষণ জিলিপি কিংবা পাঁপড় ভাজা নয়, ‘এই’ সুস্বাদু ফল!

Last Updated:

প্রচুর মানুষ মেলায় এসে রথ দেখার সাথে সাথে  এই সময় নটকোন ও তালের শাঁস খান ও বাড়ির সকলের জন্য নিয়ে যান । এক কথায় কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জের রথের মেলার মূল প্রসাদই হলো নটকোন

+
এই

এই রথের মেলার প্রধান আকর্ষণ জিলিপি কিংবা পাঁপড় ভাজা নয়, ‘এই’ সুস্বাদু ফল!

উত্তর দিনাজপুর: সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় সাতদিন ব্যাপী ধুম ধামের সাথে পালিত হচ্ছে রথ যাত্রা উৎসব। এই জেলার সবচেয়ে প্রাচীন রথ যাত্রা উৎসব জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির চত্বরে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই রথ উপলক্ষ্যে নাটমন্দির চত্বরে রথের মেলা দেখতে আসেন। সাধারণ মানুষকে দেখা যায় প্রচন্ড উৎসাহ সহকারে রথের সামনে এসে রথ টানতে এবং কলা বাতাসা ছেটাতে। রথ যাত্রাকে কেন্দ্র করে নাটমন্দির চত্বরে সাতদিন ধরে চলে মেলা।
তবে এই রথের মেলার প্রধান আকর্ষণ হল তালের শাঁসও নটকন ফল। পসরা সাজিয়ে মেলার এই কয়টা দিন দোকানদাররা নটকোন ও তালের শাঁস বিক্রি করেন।প্রচুর মানুষ মেলায় এসে রথ দেখার সঙ্গে সঙ্গে এই সময় নটকোন ও তালের শাঁস খান ও বাড়ির সকলের জন্য নিয়ে যান । এক কথায় কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের রথের মেলার মূল প্রসাদই হল নটকোন ও তালের শাঁস বছরের আর কোন সময় মানুষ নটকন কিংবা তালের শাঁস না খেলেও এই সময় সকলেই জগন্নাথের এই রথের মেলায় এসে নটকোন
advertisement
কিংবা তালের শাঁসখাবে না তা কিন্তু হয়না।
advertisement
বহু দূরদূরান্ত থেকে মানুষ এই রথের মেলায় আসেন তালের শাঁসও নটকোন খেতে।টক মিষ্টি এই ফলটি সোজা রথ ও উল্টো রথের দিনই বেশি পরিমাণে পাওয়া যায় ।সারা বছর নটকোন ও তালের শাঁসের দেখা না মিললেও রথের এই একটি দিন এই ফলগুলোও পাওয়া যায় ।ফলে সাধারণ মানুষের কাছে এই ফলগুলোর বিশেষ চাহিদা থাকে। এক নটকোনবিক্রেতা জানান এই রথের মেলায় ধুপগুড়ি থেকে এই নটকন নিয়ে আসেন তারা।
advertisement
সারাবছর কেউ নটকোনখায় না তাই নটকন এর চাহিদাও তেমন থাকে না। তবে বছরের এই এক একটি দিন নটকন প্রচুর পরিমাণে বিক্রি হয়। জানা যায় এবার এই নটকোন ফল মেলায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ও তালের শাঁস ১০ টাকা পিস হিসেবেও বিক্রি হয়েছে। বছরের এই কয়টা দিন নটকন ও তালের শাঁস ভাল পরিমাণে বিক্রি হওয়ায় খুশি ফল বিক্রেতারা।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur news: এই রথের মেলার প্রধান আকর্ষণ জিলিপি কিংবা পাঁপড় ভাজা নয়, ‘এই’ সুস্বাদু ফল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement