North Dinajpur News: গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, ঘটনাস্থলেই মৃত বাইক আরোহী

Last Updated:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া রাজ্য সড়কে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
করণদীঘি: সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া মহেশপুর রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুরের বাসিন্দা আব্দুর রশিদ। তাঁর বয়স  ৫৪ বছর।
সোমবারে রসাখোয়া আসছিলেন তিনি। আচমকাই একটি মারুতি ভ্যান তাঁকে ধাক্কা মারে।ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পথচলতি মানুষেরা তাঁকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। তারপর  কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভাল করে পরীক্ষা করেন।পরীক্ষা শেষে  তাঁকে মৃত ঘোষণা করা হয়।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত আব্দুরের দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জে পাঠানো হয়েছে। করণদিঘী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। করণদিঘী গ্ৰামীণ হাসপাতাল নিয়ে আসে। মারুতি ভ্যান গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, ঘটনাস্থলেই মৃত বাইক আরোহী
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement