North Dinajpur: জলেই ছিল ভোটের ফল! ফের জালে মাছের বদলে ব্যালট বাক্স
- Published by:Ankita Tripathi
- local18
Last Updated:
পুকুরের ঠাঁই হওয়া ব্যালট বাক্স উঠে এল মাছ ধরার জালে৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের জেলার ডালখোলে৷
উত্তর দিনাজপুর: কোথাও জুটেছে অকথ্য মার, তো কোথাও ঠাঁই হয়েছে সোজা পুকুরে৷ পঞ্চায়েত ভোটে একের পর এক অত্যাচার সহ্য করেছে ব্যালট বাক্স৷ ভোট মিটেছে, রাজনৈতিক দলগুলির শেষ হাসি হাসার পালাও শেষ৷ এই ভোটপর্বে ফের একবার বাংলা দেখেছে হিংসার রাজনীতি৷ সেই রেশ থেকে গিয়েছে এখনও৷ পুকুরের ঠাঁই হওয়া ব্যালট বাক্স উঠে এল মাছ ধরার জালে৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের জেলার ডালখোলে৷
মাছ ধরতে গিয়ে জালে উঠে এসেছে পঞ্চায়েতের ব্যালটপেপার বন্দী বাক্স৷ উত্তর দিনাজপুরের ডালখোলে মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উদ্ধার হল ব্যালট-সহ বাক্স।করনদিঘি বিধানসভার ডালখোলা থানার ২৫ নং বুথে শুক্রবার এই ঘটনাটি ঘটেছে৷ ব্যালট বাক্স উদ্ধারের পরেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
advertisement
advertisement
যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। ২৮ জুলাই দুপুর সাড়ে বারোটা নাগাদ ডালখোলা থানার আন্ধেরিয়া এলাকার এবং করণদিঘি বিধানসভা এলাকার জোলামারি ও যাদবপুর গ্রামের মধ্যবর্তী জলাশয় থেকে একটি ব্যালট বক্সটি পাওয়া গিয়েছে৷ বাক্সে লেখা আছে KDI 25 no Booth। স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে তাদের জালে উঠে।
advertisement
মুক্তা সরকার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 1:48 PM IST