North Dinajpur News: ফিরে গেল ব্যালট বাক্স, ভোটের হইচইও নেই! কী হল চোপড়ায়?

Last Updated:

রাত  পেরোলেই রাজ্যের গ্রামাঞ্চলগুলি মেতে উঠবে ভোট উৎসবে। তবে এই উৎসব থেকে বঞ্চিত থাকছে এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া।

+
চোপড়া

চোপড়া থেকে ফিরে যাচ্ছে তৃণমূলের ব্যালট বাক্স৷

উত্তর দিনাজপুর: রাত পেরোলেই রাজ্যের গ্রামাঞ্চলগুলি মেতে উঠবে ভোট উৎসবে। তবে এই উৎসব থেকে বঞ্চিত থাকছে এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া। কারণ এবার সেখানে কোন ভোটহবে না কিন্তু বোর্ড গঠন হবে।
তাই ভোটের দুই সপ্তাহ আগে আসা ব্যালট বক্সও ফিরে চলে গেল চোপড়া থেকে।এখন প্রশ্ন হল কিন্তু কেন এখানে কি কোন ভোটার নেই? হ্যাঁ এখানে ভোটার রয়েছে তবে এবার এখানে এবার ভোট হবে না।
advertisement
advertisement
কারণ গত ১৫ জুন বিরোধীদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগে প্রাণ হারান একজন সিপিএম কর্মী। এই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হন। তাই চোপড়া ব্লকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত বিরোধী শূন্য থেকে যায় ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোটা চোপড়ায় সব আসনে জয়লাভ করে তৃণমূল শিবির।
জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরের সব আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসক তৃণমূল। তাই রাজ্য জুড়ে যখন চারিদিকে ভোটের প্রস্তুতি চলছে, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ যখন নিজের গ্রামে ফিরে আসছেন, ভোট উৎসবে সামিল হতে, তখনই  চোপড়াবাসী বঞ্চিত এই উৎসব থেকে।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ফিরে গেল ব্যালট বাক্স, ভোটের হইচইও নেই! কী হল চোপড়ায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement