Uttar Dinajpur News: নদী দূষণ রুখতে বিরাট পদক্ষেপ নিল এই পুরসভা! বেচাল দেখলেই হবে জরিমানা!
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
কয়েক বছর ধরেই দূষিত হচ্ছিল শ্রীমতী নদী। সেটা রুখতে, নদীতে নোংরা ফেললেই কালিয়াগঞ্জ পৌরসভা ৫০০ টাকা স্পট জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জের প্রাণকেন্দ্র শ্রীমতী নদী। এবার সেই শ্রীমতী নদী অপরিষ্কার করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে কালিয়াগঞ্জ পৌরসভা। শ্রীমতি নদীকে জঞ্জাল মুক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কালিয়াগঞ্জ পুরসভা। কিন্তু তারপরেও দেখা গিয়েছে অনিয়ম। এবার অনিয়ম রুখতে নাগরিকদেরই দায়িত্ব দিল পুরসভা। নাগরিকরা পৌরপতির হোয়াটসঅ্যাপে ছবি পাঠালেই সেক্ষেত্রে অভিযুক্তকে দিতে হবে স্পট ফাইন।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা জানান আজ বহুদিন ধরে শ্রীমতি নদীর তীরে কিছু মানুষ নোংরা আবর্জনা এছাড়াও পুজোর ফুল, ঠাকুর বিসর্জনের প্রতিমা ফেলেন। এরফলে নদী দূষিত হয়ে যাচ্ছে। তাই পৌরসভা থেকে স্পট জরিমানার ব্যবস্থা করা হয়েছে। নদীর জল দূষণ রুখতে ৫০০ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। নদীর আশে পাশে ইতিমধ্যে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পৌরসভা।
advertisement
আরও পড়ুন ঃ দামে কম-মানে ভাল, রাখিতে ভাই-বোনের জন্য কী উপহার কিনবেন? রইল দারুন টিপস
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতী নদী। একসময় এই নদী দিয়ে জল বয়ে যেত। তবে বেশ কয়েক বছর ধরে এই নদীর বুকে জল নেই। কারণ এই শ্রীমতী নদীকে এলাকার কিছু মানুষ নিজেদের সুবিধার্থে নদীকে ডাস্টবিনে পরিণত করে দিয়েছিল। যার ফলে নদীর শুকিয়ে গিয়ে নদীর ভিতর থেকে শুধু নোংরা আবর্জনা বের হয়ে আসত।
advertisement
advertisement
সম্প্রতি কালিয়াগঞ্জ পৌরসভা নদী সংস্কার করে তার চার পাশে বিভিন্ন ধরনের গাছ লাগানোর ব্যবস্থা করেছে। তার পাশাপাশি নদীর আশেপাশের গাছ গুলোতে ২৫ টির ও বেশি ফেস্টুন লাগানো হয়েছে। যেখানে বড়ো বড়ো অক্ষরে লেখা আছে নদীতে নোংরা আবর্জনা ফেলবেন না অন্যথায় ৫০০ টাকার জরিমানা করা হবে। কালিয়াগঞ্জ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরএলাকার সাধারণ মানুষ সহ নদী বাঁচাও কমিটির সদস্যরাও।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 12:54 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: নদী দূষণ রুখতে বিরাট পদক্ষেপ নিল এই পুরসভা! বেচাল দেখলেই হবে জরিমানা!