Egg Lolipop: চিকেনে অরুচি? এবার চেখে দেখুন নামমাত্র দামে 'এগ ললিপপ', র‌ইল রেস্তোরাঁর ঠিকানা

Last Updated:

পুজোর সময় এই নয়া এগ ললিপপ যে ভোজন রসিকদের তৃপ্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।

+
এগ

এগ ললিপপ 

উত্তর দিনাজপুর: ললিপপ খেতে চান অথচ চিকেনে অরুচি? চিন্তা নেই চিকেন নয় এবার এই প্রথম কালিয়াগঞ্জ এর বাজারে পেয়ে যাবেন ৫০ টাকায় এক প্লেট ভর্তি এগ ললিপপ।যা খেতে অত্যন্ত সুস্বাদু। উল্লেখ্যভোজন রসিক বাঙালির রসনা তৃপ্ত করার বিষয়টি মোটেও সহজ নয়। তবে পকেটে চাপ না দিয়ে সুস্বাদু খাওয়ার পরিবেশন করার বিষয়টি তুলনামূলক অনেকটাই সহজ।
কালিয়াগঞ্জ এর এক নতুন রেস্তোরাঁয় এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে।
কালিয়াগঞ্জের নামী এই রেস্তোরাঁতেবিক্রি হচ্ছে কম দামে বিভিন্ন সুস্বাদু খাবার। মাত্র ৫০ টাকা দামেই এগ ললিপপ কিনে খাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। আর এই বিষয়টি প্রচার পাওয়ার পর থেকেই ক্রেতারা রীতিমতো হামলে পড়েছে তাঁর রেস্তোরাঁর মধ্যে।
advertisement
advertisement
বর্তমানে এই রেস্তোরাঁর এগ ললিপপ প্রস্তুতকারী ও কর্ণধারের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে এতে তাঁরা বেশ খুশি। কারণ, ক্রেতাদের মন তাঁরা জয় করতে পেরেছেন। দামে কম হলেও, এগ ললি পপ এর মান কিন্তু কমেনি বিন্দুমাত্র। দোকানের কর্ণধার অভিজিৎ সাহা জানান, সাধারণ মানুষকে বরাবরই নতুন কিছু দিতে চেয়েছি।কালিয়াগঞ্জে এখনও পর্যন্ত যেহেতু কোথাও এগ ললিপপ পাওয়া যায় না , তাই যাঁরা চিকেন পছন্দ করেন না তাদের জন্য বিশেষ করে এই এগ ললিপপ এর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
পুজোর সময় এই নয়া এগ ললিপপ যে ভোজন রসিকদের তৃপ্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Egg Lolipop: চিকেনে অরুচি? এবার চেখে দেখুন নামমাত্র দামে 'এগ ললিপপ', র‌ইল রেস্তোরাঁর ঠিকানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement