Cylinder Blast: ভরা বাজারে হঠাৎই বিশাল আওয়াজ! ছিটকে পড়লেন কুড়ি জন! তারপর...
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
ডালখোলা থানার খুদুরগাছি এলাকার বাসিন্দা তাপস সিংহ নামে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। জখম ২০ জন।
উত্তর দিনাজপুর: দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে জখম প্রায় ২০ জন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার খুদুরগাছি এলাকায়।আহতদের উদ্ধার করে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার নিয়ে আসা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। জানা গিয়েছে ডালখোলা থানার খুদুরগাছি এলাকার বাসিন্দা তাপস সিংহ নামে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এলাকায় বিকালে বাজার বসেছিল।আর বিস্ফোরণের কারণে প্রায় ২০ জন গুরুতর ভাবে জখম হয়।
advertisement
advertisement
জখমদের উদ্ধার করে প্রথমেকরণদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকা জনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Cylinder Blast: ভরা বাজারে হঠাৎই বিশাল আওয়াজ! ছিটকে পড়লেন কুড়ি জন! তারপর...

