North Dinajpur News: ঠকবেন না সচেতন হন! উপভোক্তাদের জাগিয়ে তুলতে পথে নামলেন পালাগান শিল্পীরা
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
পুজোর সময় অনলাইন কিংবা অফলাইনে জিনিস কেনার সময় কোন বিষয়গুলো মেনে চলতে হবে, উপভোক্তাদের সচেতন করতে মুখোশ নাচ শহরে।
উত্তর দিনাজপুর: পুজোর মধ্যে ক্রেতাদের সচেতন করতে রাস্তায় নামল মাঙ্গলিক মুখা দলের শিল্পীরা। গরু, হনুমান, বুড়ো বুড়ি সহ বিভিন্ন মুখোশ পড়ে পালা গানের মাধ্যমে শিল্পীদের দেখা যাচ্ছে সাধারণ মানুষকে সচেতন করতে। উল্লেখ্য পুজোর সময় বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে কাপড় কিংবা সোনা গয়না হরেক রকম জিনিস কেনার হিড়িক দেখা যায় সাধারণ মানুষদের মধ্যে। তবে এই সময় বিভিন্নভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণার স্বীকার হতে হয় উপভোক্তাদের।
পুজোর সময় অনলাইন কিংবা অফলাইনে জিনিস কেনার সময় কোন বিষয়গুলো মেনে চলবে তা এবার পালাগানের মাধ্যমে বুঝিয়ে দিল উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা দফতর। মাঙ্গলিক মুখা দলের কর্ণধার অভিজিৎ চৌধুরী বলেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন শহরের ক্রেতাদের সচেতন করতে এই মুখা পালার আয়োজন করেছে জেলা উপভোক্তা দফতর।
advertisement
advertisement
আপনার বাড়ির ব্যবহৃত জিনিস কোন দোকান থেকে ক্রয় করলে অবশ্যই সেই দ্রব্যের ক্যাশমেমো নিতে ভুলবেন না। কেন্দ্রীয় সরকার থেকে যে সমস্ত মার্ক নির্ধারিত করা হয়েছে দ্রব্য ক্রয় করতে গেলে অবশ্যই সেই মার্ক দেখে কিনবেন। না হলে পয়সা দিয়েও ভেজাল জিনিস আনতে হবে। সেই কারণেই কোন দ্রব্য ক্রয় করবার পূর্বে প্রথমেই দ্রব্যটি সঠিক কিনা সেটা যাচাই করতে হবে।এদিন কালিয়াগঞ্জ শহরে মুখা পালার মাধ্যমে উপভোক্তা সচেতন শিবিরের মুখা পালা দেখতে বহু মানুষের জনসমাগম ঘটে রাস্তায় ।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 3:01 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ঠকবেন না সচেতন হন! উপভোক্তাদের জাগিয়ে তুলতে পথে নামলেন পালাগান শিল্পীরা