North Dinajpur News: ফলন ভাল হওয়ায় জেলার চাল কুমড়ো এবার পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে! খুশি কৃষকেরা

Last Updated:

জেলায় তেমন চাহিদা নেই লাভও কম। তাই এবার চালকুমড়ো পাড়ি দিচ্ছে অন্য জেলা থেকে ভিন রাজ্যে। ভাল দামও পাচ্ছেন কৃষকরা।

+
কুমড়ো

কুমড়ো বললে লাল পাকা মিষ্টি কুমড়োর কথাই ভাবেন বেশিরভাগ। তবে চাল কুমড়োও অত্যন্ত সহজলভ্য ও উপকারী একটি সবজি। চাল কুমড়ো শুধু চালে নয়, মাচায় এবং জমিতেও চাষ করলে ফলন ভাল হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

উত্তর দিনাজপুর:উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামেগঞ্জে এখন বাজিমাত করছে চাল কুমড়ো। গ্রামেগঞ্জে কোথাও বা ঘরের চালে আবার কোথাও জমিতে মাচা করে ফলানো হচ্ছে এই চাল কুমড়ো। এই চাল কুমড়া দিয়ে তরকারির পাশাপাশি তৈরি হয় বড়ি, মোরব্বা, হালুয়া। এখন বাণিজ্যিকভাবে মাঠে মাঠে এই চাল কুমড়োর চাষ হয়।
তবে চাল কুমড়োর ফলন ভাল হলেও দাম ভাল না পাওয়ায়, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের এই চাল কুমড়ো। এবছর চাল কুমড়োর ভাল ফলন হওয়ায় বাড়তি লাভের আশায় ইটাহারের চাষীদের এই চালকুমড়ো যাচ্ছে আসামসহ বিভিন্ন রাজ্যে। উত্তর দিনাজপুর সহ ইটাহারের বিভিন্ন বাজার গুলিতে এই চাল কুমড়ো পাইকারি ১০ টাকা থেকে ১৫ টাকা দামে বিক্রি করা হয়।
advertisement
advertisement
জেলায় ব্যাপক পরিমাণে চাল কুমড়ো উৎপাদন হলেও লাভ খুব বেশি হয় না। তাই অতিরিক্ত লাভের আশায় এবার এই চাল কুমড়ো ভাল করে প্যাকিং করে আসাম সহ ভিন রাজ্যের বাজারে পাঠাচ্ছেন। এক চাল কুমড়ো ব্যবসায়ী শাহজাহান আলাম জানান,যে চাল কুমড়ো জেলায় ১০ টাকা থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এটি এবার আসানসোল সহ বিভিন্ন বাজার গুলিতে ৪০ থেকে ৫০ টাকা দামে বিক্রি করা হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ফলন ভাল হওয়ায় জেলার চাল কুমড়ো এবার পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে! খুশি কৃষকেরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement