নয়ডায় বহুতল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু
Last Updated:
#নয়াদিল্লি: গ্রেটার নয়ডায় ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার রাত ৮.৩০ নাগাদ দুটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে । ঘটনাটি ঘটেছে নয়ডার শাহবেরিতে ।
জানা গিয়েছে, ছ'তলা একটি নির্মীয়মান একটি বহুতল পাশের একটি চারতলা বাড়ির উপর ভেঙে পড়ে । চারতলা বাড়িটিতে অন্তত ১৮টি পরিবার বাস করেন । এখনো পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।
#WATCH: Dog squad has been deployed at the building collapse spot in Greater Noida's Shah Beri village. 4 NDRF teams are present. (earlier visuals) pic.twitter.com/yAxiXATHNB
— ANI UP (@ANINewsUP) July 18, 2018
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, এই ধ্বংস্তুপের নিচে কমপক্ষে ২০ থেকে ২৫ জন মানুষ চাপা পড়ে আছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী, জেলা প্রশাসন । রয়েছে দমকল ও জাতীয় দুর্যোগ মোকাবিলা ফোর্সের সদস্যরা । আটকে থাকা বাসিন্দাদের বের করে আনার চেষ্টা চলছে । ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী।
advertisement
Rescue operation is underway by the National Disaster Response Force in Greater Noida's Shah Beri village after two under-construction buildings collapsed
Read @ANI story | https://t.co/jKPUT00iAn pic.twitter.com/0tYmEcBGra — ANI Digital (@ani_digital) July 17, 2018
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন । নয়ডা শহরে যত্রতত্র বহুতল গড়ে ওঠার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ।
Location :
First Published :
July 18, 2018 8:31 AM IST