১ কোটি টাকা দিলেও বিক্রি হবে না এই স্কুটার

Last Updated:

স্কুটারটিকে দেখতে সাধারণ হলেও একেবারেই সাধারণ নয় এই স্কুটার ৷ WB-20 A6403 নম্বরের অ্যান্টিকিউ ব্লু জরাজীর্ণ, ২০ বছরের পুরনো স্কুটারটি এক কোটি টাকার অফার পেয়েও বিক্রি করতে নারাজ স্কুটার মালিক ৷

#কলকাতা: স্কুটারটিকে দেখতে সাধারণ হলেও একেবারেই সাধারণ নয় এই স্কুটার ৷ WB-20 A6403 নম্বরের অ্যান্টিকিউ ব্লু জরাজীর্ণ, ২০ বছরের পুরনো স্কুটারটি এক কোটি টাকার অফার পেয়েও বিক্রি করতে নারাজ স্কুটার মালিক ৷
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই স্কুটারটি চেপেই কলকাতা চষে বেরিয়েছিলেন ছ’ফুট দুয়ের এক বৃদ্ধ ৷ তারপর থেকেই স্কুটার মালিক সুজিত নারায়ণ শূরের কাছে এটি অমূল্য হয়ে উঠেছে ৷
রিভু দাশগুপ্তের ‘তিন’ সিনেমার জন্য সুজিতবাবু স্কুটারটি ধার দিয়েছিলেন প্রোডাকশন হাউসকে ৷ এই স্কুটারটিতে চেপেই গোটা কলকাতার বিভিন্ন প্রান্তে শ্যুট করতে দেখা যায় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ৷ ছবির গল্প সম্বন্ধে যতটুকু ধারণা পাওয়া গিয়েছে তাতে বিগ বি অভিনীত চরিত্রের কাছেও খুব প্রিয় এই স্কুটারটি ৷
advertisement
advertisement
amitabh
সুজিত নারায়ণ শূর এলাকায় ভাইদা বলেও পরিচিত ৷ তিনি নিজে জানালেন, সেকেন্ড হ্যান্ড এই স্কুটারটি তিনি ১৩ বছর আগে কিনেছিলেন ৷ বরাবরই এটা তাঁর কাছে খুব প্রিয় ৷ অমিতাভ বচ্চন নিজে এটায় চেপে শ্যুটিং করার পর থেকে স্কুটারটি তাঁর কাছে আরও দামী হয়ে উঠেছে ৷
advertisement
১ কোটি টাকা পেয়েও এই স্কুটারটি বিক্রি করতে নারাজ ভাইদা ৷ নিজের বাড়িতে অমিতাভের বিশাল বড় কাট-আউটের পাশে সাজিয়ে রেখেছেন লজঝড়ে এই স্কুটারটি ৷
scooty
আগামী ১০ জুন রিলিজ করছে বিগ বি, বিদ্যা বালন ও নওয়ানউদ্দিন সিদ্দিকি অভিনীত T3en ৷ সিনেমার গল্প ছাড়াও ১ কোটির স্কুটারে অমিতাভ বচ্চন এই সিনেমার অন্যতম আকর্ষণ হতে চলেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
১ কোটি টাকা দিলেও বিক্রি হবে না এই স্কুটার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement