১ কোটি টাকা দিলেও বিক্রি হবে না এই স্কুটার
Last Updated:
স্কুটারটিকে দেখতে সাধারণ হলেও একেবারেই সাধারণ নয় এই স্কুটার ৷ WB-20 A6403 নম্বরের অ্যান্টিকিউ ব্লু জরাজীর্ণ, ২০ বছরের পুরনো স্কুটারটি এক কোটি টাকার অফার পেয়েও বিক্রি করতে নারাজ স্কুটার মালিক ৷
#কলকাতা: স্কুটারটিকে দেখতে সাধারণ হলেও একেবারেই সাধারণ নয় এই স্কুটার ৷ WB-20 A6403 নম্বরের অ্যান্টিকিউ ব্লু জরাজীর্ণ, ২০ বছরের পুরনো স্কুটারটি এক কোটি টাকার অফার পেয়েও বিক্রি করতে নারাজ স্কুটার মালিক ৷
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই স্কুটারটি চেপেই কলকাতা চষে বেরিয়েছিলেন ছ’ফুট দুয়ের এক বৃদ্ধ ৷ তারপর থেকেই স্কুটার মালিক সুজিত নারায়ণ শূরের কাছে এটি অমূল্য হয়ে উঠেছে ৷
রিভু দাশগুপ্তের ‘তিন’ সিনেমার জন্য সুজিতবাবু স্কুটারটি ধার দিয়েছিলেন প্রোডাকশন হাউসকে ৷ এই স্কুটারটিতে চেপেই গোটা কলকাতার বিভিন্ন প্রান্তে শ্যুট করতে দেখা যায় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ৷ ছবির গল্প সম্বন্ধে যতটুকু ধারণা পাওয়া গিয়েছে তাতে বিগ বি অভিনীত চরিত্রের কাছেও খুব প্রিয় এই স্কুটারটি ৷
advertisement
advertisement
সুজিত নারায়ণ শূর এলাকায় ভাইদা বলেও পরিচিত ৷ তিনি নিজে জানালেন, সেকেন্ড হ্যান্ড এই স্কুটারটি তিনি ১৩ বছর আগে কিনেছিলেন ৷ বরাবরই এটা তাঁর কাছে খুব প্রিয় ৷ অমিতাভ বচ্চন নিজে এটায় চেপে শ্যুটিং করার পর থেকে স্কুটারটি তাঁর কাছে আরও দামী হয়ে উঠেছে ৷
advertisement
১ কোটি টাকা পেয়েও এই স্কুটারটি বিক্রি করতে নারাজ ভাইদা ৷ নিজের বাড়িতে অমিতাভের বিশাল বড় কাট-আউটের পাশে সাজিয়ে রেখেছেন লজঝড়ে এই স্কুটারটি ৷
আগামী ১০ জুন রিলিজ করছে বিগ বি, বিদ্যা বালন ও নওয়ানউদ্দিন সিদ্দিকি অভিনীত T3en ৷ সিনেমার গল্প ছাড়াও ১ কোটির স্কুটারে অমিতাভ বচ্চন এই সিনেমার অন্যতম আকর্ষণ হতে চলেছেন ৷
view commentsLocation :
First Published :
May 28, 2016 8:19 PM IST