নাইজেরিয়াতে অপহৃত দুই ভারতীয় ইঞ্জিনিয়ার

Last Updated:

বুধবার নাইজেরিয়ায় দু’জন ভারতীয়কে অপহরণ করেছে সন্দেহভাজন জঙ্গীরা ৷ দু’জনে অপহৃত ব্যক্তির মধ্যে একজন বিশাখাপত্তনমের বাসিন্দা ৷

#বিশাখাপত্তনম: বুধবার নাইজেরিয়ায় দু’জন ভারতীয়কে অপহরণ করেছে সন্দেহভাজন জঙ্গীরা ৷ দু’জনে অপহৃত ব্যক্তির মধ্যে একজন বিশাখাপত্তনমের বাসিন্দা ৷ ৪৪ বছরের এই ইঞ্জিনিয়ারের নাম মনগিপুদি সাই শ্রীনিবাস ৷ অন্যজনের নাম আনিশ শর্মা ৷ তিনি শ্রীনিবাসের সহকর্মী ৷ দু’জনেই নাইজেরিয়ার জিবোকোতে শহরে একটি সিমেন্ট প্ল্যান্টে কর্মরত ৷
যদিও তাদের দু’জনকে অপহরণ করা হয়েছিল বুধবার, ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার ৷ শ্রীনিবাসের পরিবার ইতিমধ্যেই জেলা শাসক এন যুবরাজের সঙ্গে দেখা করেছেন ও শ্রীনিবাসের তাড়াতাড়ি মুক্তির আবেদন করেছেন ৷
সূত্রের খবর, বুধবার গাড়ি করে সন্ধে ৭.২০ নাগাদ শ্রীনিবাস ও আনিশ কারখানা যাচ্ছিলেন। সেই সময় সশস্ত্র কয়েকজন জঙ্গি তাদের গাড়ি আটকায় ৷ এরপর গাড়ির চালককে গাড়ি থেকে বাইরে ফেলে দিয়ে গাড়ি সমেত দু’জনকে নিয়ে চম্পট দেয় ৷
advertisement
advertisement
শ্রীনিবাসের স্ত্রী এম ললিথা জানিয়েছেন যে তার স্বামী গত তিন বছর ধরে জিবোকোতে কর্মরত ৷ এর আগে উনি রায়পুরে আদিত্য বিরলা গ্রুপে কাজ করতেন ৷ এরপর তাঁকে জিবোকোতে ট্রান্সফার করে দেওয়া হয় ৷ জানুয়ারি মাসে শেষবারের জন্য বাড়ি এসেছিলেন শ্রীনিবাস ৷
ললিথা জানান, ‘বুধবার আমি শ্রীনিবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাকে পায়নি ৷ আমি ওনার অফিসে ফোন করলে তারা বৃহস্পতিবার জানায় যে শ্রীনিবাস ও আনিশকে অপহরণ করা হয়েছে ৷’
advertisement
সিমেন্ট কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছেন যে এলাকার জিবোকো শহরের একটি স্থানীয় দুষ্কৃতির দল তাদের অপহরণ করেছেন ৷ তবে এখনও পর্যন্ত অপহরণকারীরা কোনও মুক্তিপণ চায়নি ৷
ললিথা জেলা শাসককে বিষয়টি জানালে তারা জানান, অপহৃতদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে নাইজেরিয়া প্রশাসন। তারা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককেও এই বিষয়টি জানিয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
নাইজেরিয়াতে অপহৃত দুই ভারতীয় ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement