নাইজেরিয়াতে অপহৃত দুই ভারতীয় ইঞ্জিনিয়ার

Last Updated:

বুধবার নাইজেরিয়ায় দু’জন ভারতীয়কে অপহরণ করেছে সন্দেহভাজন জঙ্গীরা ৷ দু’জনে অপহৃত ব্যক্তির মধ্যে একজন বিশাখাপত্তনমের বাসিন্দা ৷

#বিশাখাপত্তনম: বুধবার নাইজেরিয়ায় দু’জন ভারতীয়কে অপহরণ করেছে সন্দেহভাজন জঙ্গীরা ৷ দু’জনে অপহৃত ব্যক্তির মধ্যে একজন বিশাখাপত্তনমের বাসিন্দা ৷ ৪৪ বছরের এই ইঞ্জিনিয়ারের নাম মনগিপুদি সাই শ্রীনিবাস ৷ অন্যজনের নাম আনিশ শর্মা ৷ তিনি শ্রীনিবাসের সহকর্মী ৷ দু’জনেই নাইজেরিয়ার জিবোকোতে শহরে একটি সিমেন্ট প্ল্যান্টে কর্মরত ৷
যদিও তাদের দু’জনকে অপহরণ করা হয়েছিল বুধবার, ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার ৷ শ্রীনিবাসের পরিবার ইতিমধ্যেই জেলা শাসক এন যুবরাজের সঙ্গে দেখা করেছেন ও শ্রীনিবাসের তাড়াতাড়ি মুক্তির আবেদন করেছেন ৷
সূত্রের খবর, বুধবার গাড়ি করে সন্ধে ৭.২০ নাগাদ শ্রীনিবাস ও আনিশ কারখানা যাচ্ছিলেন। সেই সময় সশস্ত্র কয়েকজন জঙ্গি তাদের গাড়ি আটকায় ৷ এরপর গাড়ির চালককে গাড়ি থেকে বাইরে ফেলে দিয়ে গাড়ি সমেত দু’জনকে নিয়ে চম্পট দেয় ৷
advertisement
advertisement
শ্রীনিবাসের স্ত্রী এম ললিথা জানিয়েছেন যে তার স্বামী গত তিন বছর ধরে জিবোকোতে কর্মরত ৷ এর আগে উনি রায়পুরে আদিত্য বিরলা গ্রুপে কাজ করতেন ৷ এরপর তাঁকে জিবোকোতে ট্রান্সফার করে দেওয়া হয় ৷ জানুয়ারি মাসে শেষবারের জন্য বাড়ি এসেছিলেন শ্রীনিবাস ৷
ললিথা জানান, ‘বুধবার আমি শ্রীনিবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তাকে পায়নি ৷ আমি ওনার অফিসে ফোন করলে তারা বৃহস্পতিবার জানায় যে শ্রীনিবাস ও আনিশকে অপহরণ করা হয়েছে ৷’
advertisement
সিমেন্ট কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছেন যে এলাকার জিবোকো শহরের একটি স্থানীয় দুষ্কৃতির দল তাদের অপহরণ করেছেন ৷ তবে এখনও পর্যন্ত অপহরণকারীরা কোনও মুক্তিপণ চায়নি ৷
ললিথা জেলা শাসককে বিষয়টি জানালে তারা জানান, অপহৃতদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে নাইজেরিয়া প্রশাসন। তারা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককেও এই বিষয়টি জানিয়েছেন ৷
বাংলা খবর/ খবর/Uncategorized/
নাইজেরিয়াতে অপহৃত দুই ভারতীয় ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement