এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১) ধোঁয়াশায় ঢাকা দিল্লি, দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হাঁসফাঁস দিল্লিবাসীভ্যানিশ তাজমহল ৷ ভ্যানিশ রাষ্ট্রপতি ভবন ৷ কোনও যাদুকরের কারিকুরি নয় সবই ধোঁয়াশায় অদৃশ্য ৷ধোঁয়াশায় দমবন্ধ দিল্লির ৷ সপ্তাহের প্রথম কর্মব্যস্ত প্রথম দিনে বিষবাষ্পে ঢাকা রাজধানীর নাভিশ্বাস। আবহবিদরা জানাচ্ছেন, দূষণ মাত্রা প্রায় দশ গুণ বেশি । আগামী ৪৮ ঘণ্টায় এই দমবন্ধ পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ দেখছেন না তাঁরা।

    ২) ইমেল বির্তকে হিলারিকে ক্লিনচিট FBIয়েরহোয়াইট হাউসে কে প্রবেশ করছে তার চুড়ান্ত ফল ঘোষণার আগেই চওড়া হল হিলারির হাসি ৷ যুদ্ধ জয়ের চুড়ান্ত পর্যায়ের আগেই প্রতিপক্ষের প্রধান অস্ত্র ভোঁতা ৷ ইমেল বির্তকে হিলারিকে ক্লিনচিট দিল FBI ৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই স্বস্তি পেলেন হিলারি ক্লিন্টন ৷ এই খবরে খুশি ডেমোক্র্যাটরাও ৷

    ৩) কেন্দ্রীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল NDTV২৪ ঘণ্টার জন্য চ্যানেলকে অফ-এয়ার করার কেন্দ্রীয় নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করল NDTV লিমিটেড ৷ মহামান্য আদালতের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিষেধাজ্ঞা জারির সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে এই সংবাদ মাধ্যম ৷ তাদের দাবি, এই নির্দেশ অসাংবিধানিক ৷

    ৪) সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ১ জঙ্গি আহত ২ জওয়ানসীমান্তে অব্যাহত গুলি বিনিময় ৷ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণের আড়ালে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান ৷ সোমবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আহত দুই ভারতীয় সেনা জওয়ান ৷ নিকেশ করা হয়েছে এক জঙ্গিকেও ৷

    ৫) JNU ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র-সহ পরিত্যক্ত ব্যাগ উদ্ধারআগ্নেয়াস্ত্র-সহ পরিত্যক্ত ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়াল JNU ক্যাম্পাসে ৷ JNU নর্থ গেট থেকে ৫০ কিলোমিটারের মধ্যে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করা হয়েছে ৷ ব্যাগটি থেকে ২টি দেশি পিস্তল ও ৭টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷ খবরটি জানতে পেরে সিকিউরিটি কন্ট্রোল রুম পুলিশে খবর দেয় ৷

    ৬) কাটোয়ায় বড়সড় বিস্ফোরণ, মৃত ১সোমবার সকালে বড়সড় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানের কাটোয়ায় ৷ এদিন সকালে কাটোয়ার শ্রীবাটিগ্রামে একটি ক্লাবে জোরদার বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ক্লাবের ছাদ ৷ ভেঙে পড়েছে দেওয়াল ৷ মৃত্যু হয়েছে একজনের ৷

    ৭) ছট পুজো সেরে ফেরার পথে মৃত ৬ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ছ’জন মহিলার ৷ সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙ্গা রামভদ্রপুরে ৷ গঙ্গায় ছট পুজো সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ রামভদ্রপুর স্টেশনের রেল লাইন পার হচ্ছিলেন তারা ৷ সকালবেলা কুয়াশার জন্য সিগন্যাল দেখতে পাওয়া যায়নি ৷ সেই সময় স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেসের সিগন্যাল হয়ে যায় ৷ দ্রুত গতিতে আসা ট্রেনটির ধাক্কায় তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই ৷ বাকিদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে মৃত্যু হয় বাকি তিন জনের ৷

    ৮) ন্যাক-এর মূল্যায়নে প্রশ্নের মুখে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোন্যাকের রিপোর্টে আরও একবার ধরা পড়ল রাজ্যের কলেজগুলির জীর্ণ হাল ৷ ন্যাশনাল অ্যাসেসমেন্ট ও অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল অর্থাৎ ন্যাক-এর মূল্যায়ন জানাচ্ছে সন্তোষজনক নয় রাজ্যের কলেজগুলির পরিকাঠামো ৷ সঙ্গীন অবস্থা কলকাতারও বেশ কিছু কলেজের ৷

    ৯) অ্যাম্বুলেন্সের জন্য টাকা নেই, ঠেলা গাড়িতে স্ত্রীর মৃতদেহ নিয়ে ৬০ কিলোমিটার পাড়ি বৃদ্ধেরওড়িশার ডানা মাঝির মৃত বউকে কাঁধে নিয়ে ১০ কিমি হাঁটার খবর পুরনো হতে না হতেই, হায়দরাবাদের আরেকটি ঘটনা সামনে এল ৷ যেখানে অ্যাম্বলেন্স ভাড়া করার টাকা না থাকায় ৬০ কিলোমিটার ঠেলা গাড়িতে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে যেতে হল ভিক্ষাজীবী এক বৃদ্ধকে ৷ ওই ব্যক্তির নাম রামুলু ৷ তিনি হায়দরাবাদের বাসিন্দা ৷

    ১০) হিমেল শীত শীত ভাব, তবু শীত নাকি বহুদূরঘূর্ণাবর্ত কাটতেই শীতের অপেক্ষায় গোটা রাজ্য ৷ ভোরের হিমেল হাওয়া বলছে ছাতা রেনকোট তুলে এবার বুঝি লেপ-কম্বল আর ঝোলাগুড়ের দিন এল ৷ কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে অন্যকিছু ৷ বৃষ্টি থামতেই হিমেল হাওয়ায় ভোরের দিকে কমেছে মহানগরের তাপমাত্রা ৷ ভোরের দিকে গায়ে দিতে হচ্ছে হালকা চাদর তবুও আবহবিদরা জানাচ্ছেন শীত এখনও বহুদূর ৷ হঠাৎ করে ঠান্ডা হাওয়ায় শীত শীত ভাবের জন্য দায়ী নাকি এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ ৷ ঘূর্ণাবর্তের প্রভাব মিলিয়ে যেতেই বাতাসে কমেছে জলীয় বাষ্প ৷ এতদিন এই জলীয় বাষ্পের প্রভাবেই প্যাচপ্যাচে ঘেমো অস্বস্তিকর বৃষ্টির ওয়েদার ছিল ৷ তাই জলীয় বাষ্প কমতেই উধাও অস্বস্তি ৷ একটু একটু করে ঢুকছে উত্তুরে হাওয়া তাতেই এসেছে শীত ভাব ৷

    First published:

    Tags: Best Top Ten News Of The Moment, Top Ten News, Top Ten News Of The Moment