১) ডেবিট কার্ড জালিয়াতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রদেশের ইতিহাসে বৃহত্তম ডেবিট কার্ড জালিয়াতি। থার্ড পার্টি পেমেন্ট সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে পিন সহ গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । শুক্রবার এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ RBI ও বাকি ব্যাঙ্কগুলির কাছে থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি ৷ পাশাপাশি সাইবার ক্রাইমের সঙ্গে মোকাবিলা করার জন্য কতটা তৈরি সেই বিষয়েও তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ৷
২) লোধা সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত রাজ্য সংস্থার সঙ্গে বোর্ডের সমস্ত লেনদেন বন্ধবোর্ডের রাজকোষে তালা। লোধা সুপারিশ না মানা পর্যন্ত সেই চাবি কমিশনের প্রধান রাজেন্দ্রমাল লোধার হেফাজতে রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালতের স্পেশাল বেঞ্চের নির্দেশ, কবে থেকে লোধা সুপারিশ কার্যকর হবে, তা তেসরা ডিসেম্বর বোর্ডকে হলফনামায় জানাতে হবে। পরবর্তী শুনানিতে হাজির থাকতে হবে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে। বিশদে পড়ুন..........
৩) মহিষাদলের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন, ইভটিজিং তত্ত্ব ওড়াল পুলিশমহিষাদলে গাড়ি চাপা পড়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশের দাবিতে তৈরি হল বিতর্ক ৷ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও মহিষাদলের ঘটনায় ইভটিজিং তত্ত্ব ওড়াল পুলিশ ৷ জেলা পুলিশের দাবি, এটি শুধু মাত্র বেপরোয়া গাড়ি চালানোর একটি ঘটনা ৷ বিশদে পড়ুন..........
৪) জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে গুলি পাক সেনার, আহত ১ BSFশুক্রবার ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ এদিন সকালে জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷ ঘটনায় এক বিএসএফ জওয়ানের আহত হওয়ার খবর মিলেছে ৷ পাক সেনার গুলির জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরা ৷ গুলিতে এক পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে বলে খবর ৷ বিশদে পড়ুন..........
৫) বারামুল্লায় জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা, জারি সেনার তল্লাশি অভিযানএকের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ ৷ এলাকাজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ সোমবার বারামুল্লায় তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এরা সকলেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে জানিয়েছিল পুলিশ ৷ এই ঘটনার চারদিন পরই ফের বিভিন্ন জায়গায় হানা দেয় জম্মু-কাশ্মীর পুলিশ ৷ জঙ্গি ডেরার খোঁজে যৌথ অভিযান চালানো হয় বারামুলায় ৷ ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ বিশদে পড়ুন..........
৬) সীমান্তে ৩০ লাখ টাকার সোনা সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিকভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় এক কেজি সোনা সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক ৷ বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য প্রায় ২৮.২৪ লক্ষ টাকা ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাটের ঘোজাডাঙা এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন শেখ জামন ৷ সোনা পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ১৪৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধরা পড়েন এই বাংলাদেশি নাগরিক ৷ সীমান্ত রক্ষী বাহিনীরা জানিয়েছে, সীমান্তে সন্দেহজনক আনাগোণার খবর পেয়েই ওই জায়গায় পৌঁছান তারা ৷ বিশদে পড়ুন..........
৭) ফোন চোর সন্দেহে পুরুষাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল পেট্রোলনৃশংস ও অমানবিকতার সাক্ষী রইল গাজিয়াবাদ ৷ দিল্লি গাজিয়াবাদে দুই কিশোর সহ চার জনকে মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর করার পর গোপানাঙ্গে পেট্রোল ইনজেক্ট করে দেওয়া হয় বলে অভিযোগ ৷স্থানীয় সমাজবাদী পার্টির নেতার ভাই রিজওয়ানের বিরুদ্ধে এই নৃশংস আচরণের অভিযোগ উঠেছে ৷ পুলিশ সূত্রে খবর, রিজওয়ানের সঙ্গে থাকা তাঁর দুই বন্ধুও এই কাজে তাকে সাহায্য করেন ৷ বিশদে পড়ুন..........
৮) বুদ্ধর মূর্তিতে পা রেখে বেকায়দায় রোনাল্ডো !ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ‘বিতর্ক’ শব্দটা যেন সমার্থক ৷ খেলায় নিজের সুনাম বাড়ানোর পাশাপাশি মাঠের বাইরেও এমন অনেক ঘটনা তিনি ঘিয়ে থাকেন, যাতে বিতর্কে পড়াটাই স্বাভাবিক ৷ এবার আবার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বসলেন তিনি ৷সেটা কীভাবে ? না ইনস্টাগ্রামে রোনাল্ডোর একটা ছবি পোস্টের পরেই তা নিয়ে গোটা দুনিয়া তোলপাড় ৷ বিশদে পড়ুন..........
৯) শব্দবাজির ক্ষেত্রে পুরনো সিদ্ধান্তই বহাল রাখল রাজ্যশব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেই কী বন্ধ হবে শব্দবাজির দাপট ? প্রথমে ছাড়পত্র। পরে নিষেধাজ্ঞা। আটচল্লিশ ঘণ্টার মধ্যে চকোলেট বোমা ব্যবহার নিয়ে সরকারি সিদ্ধান্ত বদলের পরই ফের উঠে এল এই প্রশ্ন। বিশদে পড়ুন..........
১০) ডেঙ্গি রোগীর আক্রমণে মরণাপন্ন নার্সনার্সিংহোমে চিকিৎসাধীন রোগীর আক্রমণে আহত তিন নার্স । এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গড়িয়াহাটের একটি হাসপাতালে ঘটেছে এমনই কাণ্ড ৷ ঘটনার পর থেকেই খোঁজ নেই ওই রোগীর ৷ অভিযুক্ত রোগীর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বিশদে পড়ুন..........
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Best Top Ten News Of The Moment, Top Ten News, Top Ten News Of The Moment