এই মুহূর্তের সেরা দশটি খবর

এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা দশটি খবর,

  • Last Updated :
  • Share this:

    এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা দশটি খবর,

    ১) জাল নোট চক্রের অন্যতম প্রধান পাণ্ডা গ্রেফতার, জঙ্গি যোগ খতিয়ে দেখছে NIAগোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে জাল নোট চক্র ৷ সন্ত্রাসবাদ ও জাল নোট চক্র একে অপরের সঙ্গে যুক্ত বলে সন্দেহ প্রকাশ করেছিল NIA ৷ দেশ জোড়া জাল নোট পাচার চক্রের তদন্তে নেমে মঙ্গলবার বড় সাফল্য পেল এনআইএ ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের হাতে এদিন ধরা পড়লেন জালনোট চক্রের অন্যতম প্রধান পান্ডা ৷ ধৃতের নাম অসীমকুমার সাহা ৷ বিমানবন্দরের কাছে যশোর রোড থেকে জাল নোট পাচার চক্রের চাঁই অসীমকুমারকে গ্রেফতার করল NIA ৷ তাঁর সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে NIA ৷ বিশদে পড়ুন...............

    ২) পাহাড়ে বনধ নিয়ে মোর্চাকে হুঁশিয়ারি আদালতেরবনধ শুরু আগেই ব্যাকফুটে মোর্চা ৷ রাজ্য সরকারের নজিরবিহীন সার্কুলারের পর এবার বনধ কর্মসূচি বাতিল করতে মোর্চাকে হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার পাহাড়ে বনধ রুখতে প্রধান বিচারপতি গিরিশ গুপ্তের এজলাসে জোড়া জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দিয়েছে আদালত ৷ একইসঙ্গে রাজ্য সরকারকে বুধবার পাহাড়ের জনজীবন স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ বিশদে পড়ুন...............

    ৩) মন্দারমণিতে মদ্যপ পর্যটকদের হাতে প্রহৃত পুলিশফের বিতর্কের কেন্দ্র মন্দারমণি ৷ বিপদ থেকে পর্যটকদের রক্ষা করতে গিয়ে প্রহৃত খোদ পুলিশ ৷ মন্দারমণির সমুদ্র সৈকতে কর্তব্যরত পুলিশকে মারধরের অভিযোগ উঠল মদ্যপ পর্যটকদের বিরুদ্ধে ৷ মদ্যপ অবস্থায় সমুদ্রে নামতে গেলে পর্যটকদের বাধা দেয় পুলিশ ৷ অভিযোগ, মত্ত পর্যটকরা বাধা পেয়ে ক্ষেপে উঠে সিভিক পুলিশ সহ এএসআইকেও মারধর করেন ৷ অভিযুক্ত সাত পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের মধ্যে রয়েছে চারজন তরুণ ও তিনজন তরুণী ৷ বিশদে পড়ুন...............

    ৪) বিসিসিআইয়ের ‘ড্রিম’ টিমে নেই সৌরভকানপুরে ৫০০ তম টেস্টে ভারতের জন্য মধুরেন সমাপয়েত ঘটলেও দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য খারাপ খবর ৷ ফ্যানদের ভোটের বিচারে বোর্ডের প্রকাশিত ভারতের স্বপ্নের টেস্ট একাদশে জায়গা হল না তাঁর ৷ক্রিকেট ভক্তদের বিচারে সেরা টেস্ট একাদশে বর্তমান সিএবি প্রেসিডেন্টের জায়গা না হলেও আশ্চর্য্যজনকভাবে দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে ঢুকে পড়েছেন যুবরাজ সিং ৷ কারণ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৬২ শতাংশ ৷ বিশদে পড়ুন.................

    ৫) উপস্থিতির হার কম থাকায় বহিষ্কার, সেই রাগে শিক্ষককে কুপিয়ে খুন করল ছাত্রআরও একবার নৃশংস ঘটনার সাক্ষী হল রাজধানী ৷ উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে বাধা দেওয়ায় ছাত্রের হাতে খুন হলেন শিক্ষক ৷ সোমবার দিল্লির নাংলোইয়ের ১টি সরকারি স্কুলে ক্লাস ভর্তি পড়ুয়ার সামনে ছুরি দিয়ে কুপিয়ে শিক্ষককে খুন করেন স্কুলেরই দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়া ৷ পুলিশ সূত্রে খবর, উপস্থিতির হার কম থাকায় বহিষ্কার করায় এই খুন ৷ বিশদে পড়ুন.................

    ৬) করণ জোহরের বাড়ির বাইরে বিক্ষোভ, মুম্বই ছাড়তে চান পরিচালক !মঙ্গলবার সকাল থেকেই পরিচালক করণ জোহরের বাড়ির বাইরে বিক্ষোভ, বিক্ষোভে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা ৷ কিছুদিন আগে বলিউডের পাকিস্তানি অভিনেতাদের নিয়ে MNS নেতা অ্যামি খোপকেরের ‘ভারত ছাড়ো’ মন্তব্যের বিরোধিতা করায় বিক্ষোভের মুখে পড়তে হল করণকে ৷ বিশদে পড়ুন.................

    ৭) গোপনে কী ভারত ছাড়লেন ফাওয়াদ খান?উরি জঙ্গি হামলার পর বলিউডে পাকিস্তানি অভিনেতাদের নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করে মহারাষ্ট্র মহানির্মাণ সেনার কর্মীরা ৷ এমনকী, বলিউডের ছবিতে কর্মরত পাকিস্তানি অভিনেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার হুমকিও দেন তাঁরা ৷ মহানির্মাণ সেনার হুমকির মুখে পড়েন ফাওয়াদ খান, মাহিরা খান ও আতিফ আসলাম, আলি জফরের মতো অভিনেতারা ৷ বিশদে পড়ুন.................

    ৮) গুগল হল ‘অ্যাডাল্ট’ !ব্রহ্মার পরে যিনি সব জানেন, তিনিই হলেন গুগল৷ তা গোপন হোক বা প্রকট কাণ্ড, ইতিহাস হোক বা ভূগোল, ভবিষ্যত হোক বা বর্তমান, সবই খবর গুগুলের ডেরায় ৷ পর্ন থেকে প্রণ, বায়োস্কোপ থেরে টেলিস্কোপ ৷ উড়োজাহাজ থেকে গরুর গাড়ি সবই গুগলের হাতে মুঠোয় ৷ কিছু মনে পড়ছে না গুগল করুন, একটু বিস্তারিত জানতে গুগল তো আছেই ৷ স্টক মার্কেট থেকে রান্নাঘর, দেশ থেকে বিদেশ, গ্লোবাল ভিলেজের রূপকার এই গুগলই ৷ এক বক্সে সব পেয়েছির আসর৷ বিশদে পড়ুন.................

    ৯) অধীরের ভাঙা গড়ে আজ মুখ্যমন্ত্রীর বার্তাভাঙা অধীর গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। জেলা পরিষদ দখলের পর মুখ্যমন্ত্রীর প্রথম মুর্শিদাবাদ সফরের দিকে তাকিয়ে জেলাবাসী। আজ অর্থাৎ মঙ্গলবার একাধিক প্রকল্প ঘোষণা করার সম্ভাবনাও রয়েছে। এদিন বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকও রয়েছে ৷ এছাড়া অধীর গড়ে ক্ষমতা দখলের পর রয়েছে জেলাবাসীর জন্য মুখ্যমন্ত্রীর সভা। বিশদে পড়ুন.................

    ১০) চালকদের দাবির কাছে পিছু হটল ইউনিয়ন, শহর জুড়ে অব্যাহত অটো দৌরাত্ম্যসরকার ও ইউনিয়নের কড়া বার্তা সত্বেও নিজেদের অবস্থানে অনড় অটোচালকরা। ইউনিয়নের নির্দেশ অমান্য করেই দশটি রুটের অটো ভাড়া কমল না। একইভাবে অটো বেয়াদপিও অব্যাহত। সোমবারও শহরের বিভিন্ন রাস্তায় দাপিয়ে বেড়ালো বেলাগাম অটো। অন্যদিকে পুলিশি হয়রানির অভিযোগ তুলে উল্টোডাঙা-জোড়াবাগান রুটে অটো চলাচল বন্ধ রাখেন চালকরা। যার জেরে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিশদে পড়ুন.................

    First published:

    Tags: Best Top Ten News, Best Top Ten News Of The Moment, Top Ten News