প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শুক্রবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
১) গ্রেফতারই হল আসিফটানা ২৩ দিন জেরার পরে অবশেষে আইএস যোগের অভিযোগে বর্ধমানের কাঁকসার পলিটেকনিক ছাত্রকে গ্রেফতার করল NIA ৷
২) হাজতে ৭ দিনে জেরাই করেনি কেউ: কাহালোঁ
ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই লাগাতর একের পর এক অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই লাগাতার একের পর এক অভিযোগ করে চলেছেন কাহালোঁ ৷৩) বাড়বে ফিআইআইটি-তে পড়ার খরচ তিনগুণ পর্যন্ত বাড়তে চলেছে ৷ প্রস্তাব, বার্ষিক খরচ ৯০ হাজার থেকে বেড়ে দাঁড়াবে প্রায় ৩ লক্ষ ৷ তবে এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ৷
৪) আফজল কেন, ওসামাতেও রাজি প্রিন্সটনকেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু প্রশ্ন তুলেছিলেন, মার্কিন বিশ্ববিদ্যালয় কি তাদের ছাত্রদের ওসামা বিন লাদেনের ‘শহিদ’ দিবস পালন করতে দেবে? সম্প্রতি ভারতে আসা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্কোফার এল আইসগ্রুবা যার উত্তরে বলছেন, ‘অবশ্যই, শাস্তির কোনও প্রশ্নই নেই ৷’
১) লক্ষ্মীরতনের বিরুদ্ধে প্রার্থী রূপাখেলোয়াড়ের বিরুদ্ধে অভিনেত্রী ৷ হাওড়া উত্তরে তৃণমূলের লক্ষ্মীরতন শুক্লার বিরুদ্ধে বিজোপির প্রার্তী হলেন রূপা গঙ্গোপাধ্যায় ৷২) মেয়ের মান বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ মা৩)সাঁইবাড়ি এড়িয়ে বিতর্কে কংগ্রেসজোটের গোরোয় সাঁইবাড়ির পথ হারাস কংগ্রেস৪) বহাল তবিয়তে সৌরভ, পাল্টা অভিযোগ মম্মথর নামেকলকাতা বিশ্ববিদ্যালয়ে জারি তরজা, উপাচার্যকে স্মাকরলিপি আক্রান্ত কর্মীর মেয়েরানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।