আজকের কাগজের সেরা খবর

Last Updated:

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
১)নারদ কোথায়, মমতা দেখাচ্ছেন ‘কুল-কুল’
advertisement
দলের ভিতরে যতই উদ্বেগ থাক। প্রকাশ্যে অন্তত নারদ-কাণ্ডকে আমলই দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়! কলকাতায় তাঁর নিজের এলাকায় প্রচারে নেমেও ফের তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত সোমবার তাঁর নেতৃত্বে মিছিলে যে তিন জন ওজনদার নেতা ছিলেন, তাঁদের তিন জনেরই নাম জড়িয়েছে নারদের ঘুষ-কাণ্ডে! তবে এ দিনের মিছিলেই শুধু নয়, মমতার কয়েক দিনের জেলা সফরেও নারদ-কাণ্ডে জড়িয়ে পড়া শাসক দলের সাংসদদের উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছিল।
advertisement
২) ঘাড়ের উপর খাঁড়ার ভয়, তবে কি বদলি
বন্ধ দরজার ও পারে এখন থরহরি কম্প। এমন সব প্রশ্নপত্র পাতে পড়ছে যে, অনেক ক্ষেত্রেই ঢোক গিলছেন জেলার বাঘা বাঘা প্রশাসনিক ও পুলিশ কর্তারা। তাঁদের জবাব যে সব সময় প্রশ্নকর্তাদের সন্তুষ্ট করতে পারছে, তা-ও নয়। আর তাতেই চড়ছে আশঙ্কার পারদ— বদলির তালিকায় এ বার কি তবে আমার পালা?
advertisement
৩)টিম ইন্ডিয়া ডুবে নতুন অ্যাপে ভারতে চলছে বিরাট মেহফিল
ধর্ম ও চরিত্র বিচারে বেঙ্গালুরুর কিছু জিনিস বদলেছে। কিছু বদলায়নি।
কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের প্রাণকেন্দ্রে ঢোকার রাস্তাটা যেমন। হাইওয়ের দু’পাশে তাকালে এত সবুজ আর ছিমছাম দৃশ্যপট চোখে পড়বে যে, শহরটা ভারতবর্ষেরই অন্তর্গত, বিশ্বাস করতে ইচ্ছে হবে না। ঝাঁ চকচকে রাস্তা। দু’দিক ফুলগাছে সজ্জিত। কিন্তু ওই যে, সামনে! সোজাসুজি তাকালে দৃষ্টিসীমানায় গাড়ির অন্তহীন সমুদ্র ছাড়া আর কিছু চোখে পড়বে না। এটা বেঙ্গালুরুর বিখ্যাত ট্রাফিক জ্যাম, যা আজও বদলায়নি। এয়ারপোর্ট থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পৌঁছতে লাগছে ঝাড়া দু’ঘণ্টা।
advertisement
৪)জয়েন্টের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়াল এসআরএম বিশ্ববিদ্যালয়
অনেক জায়গাতেই ক্লাস টুয়েলভের পরীক্ষা এখনও শেষ হয়নি। তাই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের তরফ থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমা পিছনোর অনুরোধ আসছিল। সেই অনুরোধ মেনেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদনপত্র জমা নেওয়ার তারিখ পিছিয়ে আগামী ৩০ মার্চ করল এসআরএম (শ্রী রামস্বামী মেমোরিয়াল) বিশ্ববিদ্যালয়। পরীক্ষার্থীরা ২৬-৩০ মার্চ পর্যন্ত পরীক্ষার স্লট বুকিং করতে পারবেন। এই পরীক্ষার জন্য শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। ইঞ্জিনিয়ারিং ছাড়াও হেল্থ সায়েন্স ইউজি, এমটেক এব‌ং এমবিএ পরীক্ষার আবেদনপত্র জমা নেওয়ার তারিখও পিছিয়ে ৩০ মার্চ করা হয়েছে।
advertisement
logo11
১) আগুন সায়েন্স কলেজে, নষ্ট বহু গবেষণা সামগ্রী
সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ আগুনের শিকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজ ক্যাম্পাস ৷
২) সূর্যের প্রশংসা অধীরের, বামফ্রন্ট তিক্ততা চরমে
বামফ্রন্টে ফাটলের ঝুঁকি নিয়েও কংগ্রেসের পক্ষে দাঁড়াচ্ছে সিপিএম ৷
advertisement
৩)পাঁচ সিইও যেন কড়া পরীক্ষক, ঘেমে নেয়ে একশা জেলাকর্তারা
দিল্লির রিপোর্টে বদলির নির্দেস না আসে,আশঙ্কা ‘অকৃতকার্যরা’ ৷
৪) সাহায্য নেই,অ্যাসিড-আক্রান্ত ফিরতে চান স্বামীর ঘরে
আইনে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের বিধান থাকলেও মেলেনি কিছুই, উপরন্তু জুটেছে সমাজের গঞ্জনা ৷
bartaman_big
advertisement
১) মমতার মিছিলে স্লোগান, কুৎসার জবাব দিতে হবে
উন্নয়নের বার্তা বনাম দুর্নীতির কলঙ্ক। এই লড়াইয়ে জিততে তিনি নিজেকেই বাজি ধরেছেন। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে তিনিই প্রার্থী, সম্প্রতি উত্তরবঙ্গ সফরকালে স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মূলত নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের অলিগলি ঘুরে হাজরা মোড়ে শেষ হওয়া পরিক্রমায় মমতার শরীরী ভাষাতেও ফুটে উঠেছিল সেই ‘একমেবাদ্বিতীয়ম’ নেত্রীর পদযাত্রা।
২) জেলেই ভোটের ঘুঁটি সাজাচ্ছেন মদন, কারাদপ্তরের রিপোর্ট তলব কমিশনের
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর থেকেই আলিপুর সেন্ট্রাল জেলের ছয় নম্বর মন্দির সেলে ব্যস্ততা তুঙ্গে উঠেছে। জেলে বসেই এলাকার নেতাদের নিয়ে ভোটের রণকৌশল ঠিক করছেন সারদাকাণ্ডে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
৩) ভোটের মুখে দুষ্কৃতী ও অস্ত্র আমদানি রোধে ৩ রাজ্যকে সতর্ক করবে কমিশন
ভিনরাজ্যের দুষ্কৃতী ও অস্ত্রশস্ত্র যাতে পশ্চিমবঙ্গে ঢুকতে না পারে, তার জন্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডকে বিশেষ নির্দেশ দিতে চলেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার নাসিম জাইদি। সে কারণে আগামী সোমবার সকাল সাড়ে ১১টায় দিল্লির নির্বাচন সদন থেকে মুখ্য নির্বাচন কমিশনার ভিডিও কনফারেন্স করবেন।
৪)ফর্ম হারানো রোহিত, শিখরকে নিয়ে চিন্তিত দল
সেই অস্ট্রেলিয়া থেকেই টানা খেলে আসছে ভারতীয় ক্রিকেট দল। ঢাকায় চ্যাম্পিয়ন হওয়ার ২০ ঘণ্টার মধ্যে কলকাতায় এসে ঢুকে পড়তে হয়েছিল বিশ্বজয়ের লড়াইয়ে। যাতায়াতের ক্লান্তি, ম্যাচ কিংবা প্র্যাকটিস-একটানা ঠাসা সূচির মধ্যে ছিল ভারতীয় দল।
বাংলা খবর/ খবর/Uncategorized/
আজকের কাগজের সেরা খবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement