মুক্তিপণ না পেয়ে খুন দশম শ্রেণীর ছাত্রকে
Last Updated:
৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে দশম শ্রেণীর ছাত্রকে খুন করল অপহরণকারীরা ৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার পূর্ব বড়িশার শীলপাড়ার বড়বাগানে ৷ মৃত ছাত্রের নাম বিট্টু দাস ৷ বেহালার বিবেকানন্দ হাইস্কুলে দশম শ্রেণীর পড়ুয়া বিট্টু, রবিবার দুপুর থেকেই নিখোঁজ ছিল ৷ সন্ধে পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে কোথায় দেখতে না পেয়ে হরিদেবপুর থানায় রিপোর্ট লেখায় বিট্টুর বাড়ির লোক ৷ এরপরই ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে বিট্রুর বাবার মোবাইলে ৷ তৎক্ষণাৎ টাকা দিতে সম্মত হন বিট্রুর বাবা ৷ কিন্তু অপহরণকারীরা পুলিশকে না জানাবার জন্য সাবধান করে তখনকার মতো ফোন কেটে দেয় ৷ পরে টাকা দেওয়ার স্থান জানিয়ে দেওয়া হবে বলে আবারও ফোন আসে ৷
#কলকাতা: ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে দশম শ্রেণীর ছাত্রকে খুন করল অপহরণকারীরা ৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার পূর্ব বড়িশার শীলপাড়ার বড়বাগানে ৷ মৃত ছাত্রের নাম বিট্টু দাস ৷ বেহালার বিবেকানন্দ হাইস্কুলে দশম শ্রেণীর পড়ুয়া বিট্টু, রবিবার দুপুর থেকেই নিখোঁজ ছিল ৷ সন্ধে পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে কোথায় দেখতে না পেয়ে হরিদেবপুর থানায় রিপোর্ট লেখায় বিট্টুর বাড়ির লোক ৷ এরপরই ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ৮৯৮১৭-৪৫৬৮৬ নম্বর থেকে প্রথম ফোনটি আসে। বিট্টুর বাবা নির্মল দাসের মোবাইলে ফোন করে মুক্তিপণ চায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ফোন আসে বিট্রুর বাবার মোবাইলে ৷ তৎক্ষণাৎ টাকা দিতে সম্মত হন বিট্রুর বাবা ৷ কিন্তু অপহরণকারীরা পুলিশকে না জানাবার জন্য সাবধান করে তখনকার মতো ফোন কেটে দেয় ৷ পরে টাকা দেওয়ার স্থান জানিয়ে দেওয়া হবে বলে আবারও ফোন আসে ৷
অপহরণকারীরা মোট চারবার ফোন করে অপহৃত ছাত্রের বাড়িতে ৷ কিন্তু মুক্তিপণের টাকা দেওয়ার স্থান ঠিক হওয়ার আগেই বাড়ির পিছন থেকে উদ্ধার হয় বিট্টুর দেহ ৷ রাত পৌনে এগারোটা নাগাদ বিট্টু দাসের প্রতিবেশী মাধব হাজরা বাড়ির পিছনের গলিতে দেখতে পান বিট্টুর প্রাণহীন দেহ ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, ‘রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ির পেছনদিকে একটি বাচ্চা ছেলেকে শুয়ে থাকতে দেখি ৷ শুধু টি শার্ট পরা অবস্থায় পড়ে ছিল সে ৷ তখনই চেঁচামেচি করে লোকজনকে ডাকি ৷ কাছে গিয়ে দেখি ওটা বিট্টু ৷ দেহে তখন প্রাণ ছিল না ৷’ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে সোমবার সকালে জেমস লং সরণি অবরোধ করে মৃতের পাড়া প্রতিবেশীরা ৷ অবস্থা সামাল দিতে এলাকায় পৌঁছান জয়েন্ট সিপি ক্রাইম দেবাশিস বড়াল ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, অপহৃত ছাত্রকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ গলায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ এছাড়া হাত ও পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখার ফলে কালো দাগ রয়েছে ৷ কী উদ্দেশ্য ছাত্রকে খুন করা হল তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ জয়েন্ট সিপি ক্রাইম দেবাশিস বড়াল জানান, ‘ঘটনার তদন্ত যদিও এখন প্রাথমিক পর্যায়ে, তবুও এটা শুধু অপহরণের ঘটনা বলে মনে হচ্ছে না ৷ এর পিছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে ৷ তা তদন্ত করে দেখা হচ্ছে ৷’
advertisement
Location :
First Published :
February 22, 2016 2:03 PM IST