কানহাইয়ার উদ্দেশ্যে চপ্পল ছোঁড়া হল সেমিনারে

Last Updated:

নাম তাঁর কানহাইয়া কিন্তু হোলির দিন রঙের বদলে তাঁর দিকে উড়ে এল চপ্পল ৷ বৃহস্পতিবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় কানহাইয়া কুমারের দিকে উড়ে এল জুতো ৷ তৎক্ষণাৎ হামলাকারী ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ ছুটে এসে কানহাইয়াকে আড়াল করেন উদ্যোক্তারা ৷ হামলাকারি ব্যক্তি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আঘাত থেকে বেঁচে যান কানহাইয়া ৷

#হায়দরাবাদ: নাম তাঁর কানহাইয়া কিন্তু হোলির দিন রঙের বদলে তাঁর দিকে উড়ে এল চপ্পল ৷ বৃহস্পতিবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় কানহাইয়া কুমারের দিকে উড়ে এল জুতো ৷ তৎক্ষণাৎ হামলাকারী ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ ছুটে এসে কানহাইয়াকে আড়াল করেন উদ্যোক্তারা ৷ হামলাকারি ব্যক্তি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আঘাত থেকে বেঁচে যান কানহাইয়া ৷
বৃহস্পতিবার বক্তৃতার সময় কানহাইয়া দাবি করেন, রাজনীতিবিদরা অভিযোগ করছেন যে পড়ুয়ারা রাজনীতি করছেন ৷ কিন্তু আসলে রাজনীতিবিদদের রাজনীতির শিকার হচ্ছেন পড়ুয়ারা ৷ জেএনইউ ছাত্র সংসদের নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলিকে এখন রাজনৈতিক নেতাদের ‘সফট টার্গেট’ ৷ পরিকল্পনা করে বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসন চরিত্র নষ্ট করছে সরকার বলে অভিযোগ করলেন ছাত্রনেতা কানহাইয়া কুমার ৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ও জেনইউএ-এর সঙ্গে পুণের এফটিআইআই, আলিগড় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উল্লেখ করে কানহাইয়া বলেন, পড়াশোনার এই জায়গাগুলো রাজনৈতিক নেতাদের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কানহাইয়া স্পষ্ট করে দেন যে তিনি কিছুতেই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারে যাবেন না ৷
advertisement
রাষ্ট্রদ্রোহিতা অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউ ছাত্র সংসদের নেতা কানহাইয়া কুমার তিন সপ্তাহ আগেই জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন ৷ রোহিত ভেমুলার আত্মহত্যার প্রতিবাদ জানিয়ে হায়দরাবাদের পড়ুয়ারা যে আন্দোলন করছেন, তাদের সমর্থনে দু’দিনের সফরে হায়দরাবাদ এসেছেন কানহাইয়া ৷ পরে তাঁর বিজয়ওয়ারাতেও যাওয়ার কথা আছে ৷ প্রসঙ্গত, বুধবার সন্ধেবেলা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পুলিশি বাধায় প্রবেশ করতেই পারেননি কানহাইয়া ৷ সেখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর ৷
advertisement
বাংলা খবর/ খবর/Uncategorized/
কানহাইয়ার উদ্দেশ্যে চপ্পল ছোঁড়া হল সেমিনারে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement