মেলায় দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করায় আক্রান্ত ভাই

Last Updated:

বিষ্ণুপুরের নেপালগঞ্জ এলাকার নস্কার পাড়ায় শুক্রবার চড়কের মেলা বসে, সেখানে ভিড়জমায় এলাকার আট থেকে আশি ,

#বিষ্ণুপুর: বিষ্ণুপুরের নেপালগঞ্জ এলাকার নস্কার পাড়ায় শুক্রবার চড়কের মেলা বসে, সেখানে ভিড়জমায় এলাকার আট থেকে আশি , সন্ধ্যায় নস্কার পাড়ার বাপি নস্কর তার পরিবারের সাথে মেলায় যায়। মেলায় তখন বেজায় ভিড় সেখানেই কয়েকজন যুবক বেয়াদবি শুরুকরে,গ্রামের মেয়েদের কে কটূক্তি করতে থেকে। যুবকদের সাবধান করে বাপি ও তার পাড়ার কয়েক জন তারপর সেখান থেকে চলেও যায় তারা ।
রাত নটা নাগাদ আবার সদলবলে আবার উপস্থিত হয় চড়কমেলায়, তকন বাপির দিদি ও গ্রামের মেয়েদের ওই যুবকরা কটূক্তি ও হাত ধরে টানাটানি করতে থাকে প্রতিবাদ করে প্রতিবেশী এক যুবক খবর পেয়ে বাপি যুবকদের বাঁধা দেয় তার পরই যুবকরা বাপি ও নিরাঞ্জন কে বেধড়ক মারধর করে, মুখ ফেটে যায় বাপির ঘটনার পর বিষ্ণুপুর থানায় ছয়জনের নামে অভিযোগ দায়ের করে বাপি।
advertisement
ঘটনার তদন্ত শুরুকরেছে পুলিশ,এর আগেও এই ধরনের ঘটনা এলাকায় বহুবার ঘটেছে স্থানীয় প্রশাসন কে জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী দের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
মেলায় দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করায় আক্রান্ত ভাই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement