নোট বাতিলের সিদ্ধান্তে ‘কালা দিবস’, Paytm মানে পে টু মোদি, বললেন রাহুল গান্ধি

Last Updated:

নোট বাতিলের পর ১ মাস কাটলেও অবস্থা স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। ব্যাঙ্ক ও এটিএমে শুধু ২ হাজার টাকার নোট।

#কলকাতা: নোট বাতিলের পর ১ মাস কাটলেও অবস্থা স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। ব্যাঙ্ক ও এটিএমে শুধু ২ হাজার টাকার নোট। এই পরিস্থিতিতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে মোদি সরকারের উপরে ফের একবার তোপ দাগলেন বিরোধীরা ৷ আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছে বিরোধীরা ৷ সংসদের বাইরে ‘কালা দিবস’ গান্ধি মূর্তির কাছে পালন করে বিরোধীরা ৷
রাহুল মোদিকে কটাক্ষ করে বলেন, ‘মোদি সরকারের এই সিদ্ধান্ত কোনও সাহসী পদক্ষেপ নয়, এটা একটা ভুল সরকারি সিদ্ধান্ত ৷ প্রধানমন্ত্রী নিজেই বারংবার উদ্দেশ্য বদল করছেন ৷ প্রথমে কালো টাকা, তারপর সন্ত্রাসবাদ ৷ তারপর জাল টাকা ও শেষে নগদহীন অর্থনীতি ৷ এক একবার এক একরকম শোনাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নিজেই সংসদ থেকে পালিয়ে বেড়াচ্ছেন ৷ লোকসভায় যদি আমাকে বলতে দেয় ৷ তাহলে পেটিএম কিভাবে পে টু মোদি হচ্ছে ৷ তা সবকিছুই বলে দিতাম ৷’
advertisement
সংসদের বাইরে কংগ্রেস সহৃসভাপতি জানিয়েছেন, ‘দেশের মানুষের দুর্দশাগ্রস্ত ৷ আর প্রধানমন্ত্রী হেসেখেলে বেড়াচ্ছেন ৷ গরিব, কৃষক ও দিনমজুরদের জন্য এই সিদ্ধান্ত বিপর্যয় ৷ আমরা এনিয়ে আলোচনা চাই, ভোট চাই ৷’
advertisement
বাংলা খবর/ খবর/Uncategorized/
নোট বাতিলের সিদ্ধান্তে ‘কালা দিবস’, Paytm মানে পে টু মোদি, বললেন রাহুল গান্ধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement