নোট বাতিলের সিদ্ধান্তে ‘কালা দিবস’, Paytm মানে পে টু মোদি, বললেন রাহুল গান্ধি
Last Updated:
নোট বাতিলের পর ১ মাস কাটলেও অবস্থা স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। ব্যাঙ্ক ও এটিএমে শুধু ২ হাজার টাকার নোট।
#কলকাতা: নোট বাতিলের পর ১ মাস কাটলেও অবস্থা স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। ব্যাঙ্ক ও এটিএমে শুধু ২ হাজার টাকার নোট। এই পরিস্থিতিতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে মোদি সরকারের উপরে ফের একবার তোপ দাগলেন বিরোধীরা ৷ আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছে বিরোধীরা ৷ সংসদের বাইরে ‘কালা দিবস’ গান্ধি মূর্তির কাছে পালন করে বিরোধীরা ৷
রাহুল মোদিকে কটাক্ষ করে বলেন, ‘মোদি সরকারের এই সিদ্ধান্ত কোনও সাহসী পদক্ষেপ নয়, এটা একটা ভুল সরকারি সিদ্ধান্ত ৷ প্রধানমন্ত্রী নিজেই বারংবার উদ্দেশ্য বদল করছেন ৷ প্রথমে কালো টাকা, তারপর সন্ত্রাসবাদ ৷ তারপর জাল টাকা ও শেষে নগদহীন অর্থনীতি ৷ এক একবার এক একরকম শোনাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নিজেই সংসদ থেকে পালিয়ে বেড়াচ্ছেন ৷ লোকসভায় যদি আমাকে বলতে দেয় ৷ তাহলে পেটিএম কিভাবে পে টু মোদি হচ্ছে ৷ তা সবকিছুই বলে দিতাম ৷’
advertisement
সংসদের বাইরে কংগ্রেস সহৃসভাপতি জানিয়েছেন, ‘দেশের মানুষের দুর্দশাগ্রস্ত ৷ আর প্রধানমন্ত্রী হেসেখেলে বেড়াচ্ছেন ৷ গরিব, কৃষক ও দিনমজুরদের জন্য এই সিদ্ধান্ত বিপর্যয় ৷ আমরা এনিয়ে আলোচনা চাই, ভোট চাই ৷’
advertisement
Location :
First Published :
December 08, 2016 11:47 AM IST
বাংলা খবর/ খবর/Uncategorized/
নোট বাতিলের সিদ্ধান্তে ‘কালা দিবস’, Paytm মানে পে টু মোদি, বললেন রাহুল গান্ধি