ভাঙড়ে নতুন কৌশল, বামেদের সমর্থনে কিছুটা হলেও চিন্তায় শাসকদল

Last Updated:

আন্দোলনের আঁচ নিভে আসা ভাঙড়ে কীভাবে ফের অশান্তির আগুন?

Po#ভাঙড়: আন্দোলনের আঁচ নিভে আসা ভাঙড়ে কীভাবে ফের অশান্তির আগুন? নেতানেত্রীরা ইউএপিএ-র বেড়াজাল থেকে জামিন পেতেই ফের ভাঙড়ে নয়া আন্দোলনের ছক রেড স্টারের। পায়ের তলার জমি শক্ত করতে পাওয়ার গ্রিডের বিরোধিতায় এলাকায় নতুন করে প্রচার শুরু করেছে তারা। প্রয়োজন মাফিক মজুত হচ্ছে অস্ত্র। আরাবুল-কাইজারের দ্বন্দ্বের সুযোগ নিয়ে কামড় বসাতে চাইছে রেড স্টার। সঙ্গে বিরোধীদের সহযোগিতা।
গত পাঁচ মাসে ভাঙড়ে আন্দোলনের ছবি বদলেছিল অনেকটাই। কিন্তু, রবিবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নেতা আশিকুর রহমান ওরফে বাবুসোনাকে খুনের ঘটনা ঘিরে ফের অশান্তির ছায়া।
ভাঙড়ে টার্গেট তৃণমূল?
advertisement
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গত কয়েকদিন ধরেই কর্মীদের ওপর চলছে আক্রমণ।
গ্রেফতারের পর, ইতিমধ্যেই জামিন পেয়েছেন শর্মিষ্ঠা রায়চৌধুরী, প্রদীপ সিং ঠাকুর, কুশল দেবনাথের মতো নেতানেত্রীরা। ফলে, আন্দোলনে জোয়ার আনতে চাইছে রেড স্টার। ভাঙড়ে চলছে নতুন করে প্রচারও।
advertisement
রেড স্টারের নয়া প্রচার
- নির্মীয়মাণ প্রকল্প থেকে জমিতে মিশছে বিষাক্ত জল ও তেল
- তাতে দূষিত হচ্ছে পরিবেশ
- জীবনধারণে ঘোরতর সমস্যায় পড়বেন সাধারণ মানুষ
এলাকার ভৌগলিক অবস্থান দারুণ ভাবে কাজে লাগাচ্ছে আন্দোলনকারীরা। আর তার ফলেই রেড স্টার নেতা অলীক চক্রবর্তীর টিকিও ছুঁতে পারেনি পুলিশ।
বাংলা খবর/ খবর/Uncategorized/
ভাঙড়ে নতুন কৌশল, বামেদের সমর্থনে কিছুটা হলেও চিন্তায় শাসকদল
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement