NCMRWF Recruitment 2021: ওয়েদার ফোরকাস্ট বিভাগে প্রচুর পদে নিয়োগ; জানুন বিস্তারিত

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা NCMRWF–এর অফিসিয়াল ওয়েবসাইটে www.ncmrwf.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং (National Centre for Medium-Range Weather Forecasting) বিভাগের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রজেক্ট সায়েন্টিস্ট পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা NCMRWF–এর অফিসিয়াল ওয়েবসাইটে www.ncmrwf.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
NCMRWF Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০২১ তারিখের বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে NCMRWF–এর অফিসিয়াল ওয়েবসাইটেই www.ncmrwf.gov.in আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
NCMRWF Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৬টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
NCMRWF Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
NMWC প্রজেক্টের জন্য প্রজেক্ট সায়েন্টিস্ট-III: ১২টি পদ
NMWC প্রজেক্টের জন্য প্রজেক্ট সায়েন্টিস্ট-II: ২৬টি পদ
BCWC প্রজেক্টের জন্য প্রজেক্ট সায়েন্টিস্ট-III: ২টি পদ
BCWC প্রজেক্টের জন্য প্রজেক্ট সায়েন্টিস্ট-II: ৬টি পদ
NCMRWF Recruitment 2021: বয়সসীমা
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য মারফত জানান গিয়েছে, ২৫ অক্টোবর, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীরা উল্লিখিত পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (NCMRWF)
পদের নাম: প্রজেক্ট সায়েন্টিস্ট-III এবং প্রজেক্ট সায়েন্টিস্ট-II
শূন্যপদের সংখ্যা: ৪৬
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: প্রজেক্ট সংক্রান্ত কাজ
নির্বাচন পদ্ধতি: শর্টলিস্ট এবং ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
advertisement
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৫.১০.২০২১
NCMRWF Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীরা INOCS-এর অফিসিয়াল ওয়েবসাইটের https://incois.gov.in/jobs/ncmrwf0921/home.jsp মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে প্রার্থীদের অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিতে হবে।
NCMRWF Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের প্রদত্ত আবেদনপত্রের ভিত্তিতে শর্টলিস্টেড করা হবে। এর পর তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের তারিখ বা স্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। প্রতিষ্ঠান সূত্রে বলা হয়েছে যে, প্রার্থীদের NCMRWF-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে। যথাযথ সময়ে ওই ওয়েবসাইটেই শর্টলিস্টেড প্রার্থীদের নাম ও ইন্টারভিউয়ের তারিখ জানিয়ে দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/Uncategorized/
NCMRWF Recruitment 2021: ওয়েদার ফোরকাস্ট বিভাগে প্রচুর পদে নিয়োগ; জানুন বিস্তারিত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement