‘পুরুষলিঙ্গ’-ই সব, উদয়কে ছাড়লেন নার্গিস !
Last Updated:
ফের মুখ খুললেন নার্গিস ! আর এবার সোজাসুজি টার্গেট পুরুষ লিঙ্গে ! আর ঠিক এই সময়ই উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপ করে উড়ে গেলেন আমেরিকায় ! দুটো ঘটনাকে এক করার দরকার নেই ৷ বরং ব্যাপারটা বুঝে নিন ৷
#মুম্বই: ফের মুখ খুললেন নার্গিস ! আর এবার সোজাসুজি টার্গেট পুরুষ লিঙ্গে ! আর ঠিক এই সময়ই উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপ করে উড়ে গেলেন আমেরিকায় ! দুটো ঘটনাকে এক করার দরকার নেই ৷ বরং ব্যাপারটা বুঝে নিন ৷
সম্প্রতি নতুন ছবি ‘আজহার’-এর প্রোমোশনে নার্গিসকে জিজ্ঞেস করা হল, সামনে যদি আসে ব্যাটম্যান ও সুপারম্যান, তাহলে কাকে বাছবেন? নার্গিসের স্পষ্ট উত্তর, ‘হু কেয়ারস, যার লিঙ্গের মাপ বড়, সেই আমার বয়ফ্রেন্ড !’ এই ঘটনার রেশ কাটতে কাটতেই গোটা বলিউড জুড়ে ছড়িয়ে পড়ল নার্গিস নাকি ব্রেকআপ করেছেন প্রেমিক উদয় চোপড়ার সঙ্গে ৷ আর উদয়কে ছেড়ে উড়ে গিয়েছেন আমেরিকায় ! গুঞ্জনে এসেছে, উদয় চোপড়ার সঙ্গে অশান্তির পরেই নাকি নার্গিসের এই সিদ্ধান্ত ! তা ঝগড়া কেন? সে ব্যাপারে চুপ দু’জনেই !
Location :
First Published :
May 13, 2016 7:16 PM IST