জয় পরাজয়ের এভারেস্ট

Last Updated:

ছর দুয়েক আগে বরফের কোলে চিরতরে হারিয়ে গিয়েছেন ছন্দা গায়েন। বছর গড়িয়েছে। দুর্গমের আকর্ষণ কমেনি একটুও।

#কলকাতা: বছর দুয়েক আগে বরফের কোলে চিরতরে হারিয়ে গিয়েছেন ছন্দা গায়েন। বছর গড়িয়েছে। দুর্গমের আকর্ষণ কমেনি একটুও। বিপদসঙ্কুল চড়াই, উৎরাই পথে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শৃঙ্গজয়ের নেশা। সেই টানেই বছরের পর বছর এভারেস্ট জয় করতে ছুটে যান রাজ্যের পর্বতারোহীরা।
২১ মে, ২০১৬- খারাপ আবহাওয়া, আর্থিক দুশ্চিন্তাকে সঙ্গী করেই সাগরমাথার দিকে এগোতে থাকেন পর্বতারোহীরা। একাধিক রেকর্ডের হাতছানি। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখার রোমাঞ্চ।
এভারেস্ট জয় করে রেকর্ড গড়েন চেতনা ও প্রদীপ সাহু।  নামার পথে অসুস্থ চেতনার হাত ও পায়ের পাতায় ফ্রস্ট বাইট হয়ে যায়। হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় চেতনাকে। কয়েকমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রদীপ সাহুর।
advertisement
advertisement
সবচেয়ে বেশি বয়সে শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এভারেস্ট জয় করতে গিয়েছিলেন দুর্গাপুরের পরেশনাথ। সেই স্বপ্ন তো পূরণ হয়ইনি। পাহাড়ের কোলে হারিয়ে গিয়েছেন চিরতরে।
সর্বোচ্চ শৃঙ্গে বাড়তেই থাকে মৃত্যুমিছিল। এভারেস্টের পথেই মৃত্যু হয় সুভাষ পাল ও কলকাতা পুলিশের অফিসার গৌতম ঘোষেরও।  ৮,৯৬৫ মিটারের উপর ক্যাম্প ফোর থেকে উদ্ধার হয় সুভাষের দেহ।
advertisement
এভারেস্ট জয়ের আগেই পথে অসুস্থ হয়ে পড়েন সুনীতা। দেবদূতের মতো উদ্ধার করেন এক বিদেশী পর্বতারোহী। হেলিকপ্টারে করে সুনীতাকে নামিয়ে আনা হয় ক্যাম্প ২-তে। সেখান থেকে লুকলা বিমানবন্দর হয়ে কাঠমাণ্ডুর হাসপাতাল। বেশ কিছুদিন চিকিৎসার পর হুইলচেয়ারে করে স্বামীর সঙ্গে ঘরে ফেরেন সুনীতা।
কিন্তু ধৌলাগিরি অভিযানে গিয়ে আর ফেরেননি পর্বতারোহী রাজীব ভট্টাচার্য। ফিরল তাঁর কফিনবন্দী দেহ।
advertisement
শুধু হতাশা নয়, এভারেস্ট জয় করে ফেরা মলয় মুখোপাধ্যায়, সত্যরূপ সিদ্ধান্ত, রমেশ রায়, রুদ্রপ্রসাদ হালদার ও দেবরাজ দত্তকে নিয়ে উচ্ছ্বাস, উন্মাদনা।  দার্জিলিংয়ের কলেজ পড়ুয়া ত্রিশালা গুরুং ও সুলক্ষণা তামাং-ও ছুঁয়ে ফেলেছেন পৃথিবীর সর্বোচ্চ স্থান।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
জয় পরাজয়ের এভারেস্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement