গোটা ভারতে ছড়ানো আইএস জালের লিঙ্কম্যান মুসা!

Last Updated:

হায়দরাবাদে ধৃত বাকি আইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল বর্ধমান থেকে ধৃত আইএস জঙ্গি মুসা অর্থাৎ মসিউদ্দিনের ৷

#কলকাতা: হায়দরাবাদে ধৃত বাকি আইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল বর্ধমান থেকে ধৃত আইএস জঙ্গি মুসা অর্থাৎ মসিউদ্দিনের ৷ এনআইএ তদন্তকারী অফিসারদের জেরায় এমনই তথ্য উঠে এল ৷ হায়দরাবাদে এনআইয়ের হাতে মাসখানেক আগে ধরা পড়ে আইএসের অন্যতম মাথা নইমাতুল্লা হোসেন ৷
এই মুহূর্তে NIA হেফাজতে থাকা নইমাতুল্লা তদন্তকারীদের জেরায় জানিয়েছে, মুসাকে সে ভালভাবেই চিনত ৷ বহুবার হায়দরাবাদে মুসার সঙ্গে দেখা হয়েছে তাঁর ৷ সংগঠনের কাজে একাধিকবার মুসাকে টাকা পাঠিয়েছে নইমাতুল্লা ৷
হায়দরাবাদ IS মডিউলে ‘আমির’ নামে পরিচিত এই নইমাতুল্লা ৷ এর আগেই মুসা জানিয়েছিল আইএস মডিউলে সবাইকে কোড নামে ডাকা হয় ৷ যেমন, গোষ্ঠী সদস্য হওয়ার পর মুসার নাম হয়েছিল আবু আল মুসা আল বাঙালি ৷ একইভাবে বর্ধমানের কাঁকসা থেকে আটক পলিটেকনিক ছাত্র আসিফ আহমেদেরও একটি কোড নেম রয়েছে ৷
advertisement
advertisement
নইমাতুল্লার স্বীকারোক্তির পর এটা স্পষ্ট গোটা ভারতে ছড়ানো আইএস জঙ্গিজালের অন্যতম লিঙ্ক ম্যান মুসা ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, হায়দরাবাদ, এমনকী জম্মু-কাশ্মীরের আইএস জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ ছিল মুসার ৷ খাগড়াগড় বিস্ফোরণে ধৃত বীরভূমের আবদুল্লার সঙ্গে যোগাযোগ ছিল মুসার ৷ মুসা ও আবদুল্লা একসঙ্গে তামিলনাড়ুতে থাকত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ৷
advertisement
MUSA-STILL-PRESENT-PIC
খাগড়াগড় বিস্ফোরণে ধৃত বীরভূমের আবদুল্লার সঙ্গে যোগাযোগ ছিল মুসার ৷ মুসা ও আবদুল্লা একসঙ্গে তামিলনাড়ুতে থাকত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা ৷
সিরিয়া ও আফগানিস্তান থেকে নিয়মিত ফোন আসত মুসার কাছে। জঙ্গি কার্যকলাপ নিয়ে পরামর্শ দেওয়া হয়। গ্রেফতার হওয়ার চার-পাঁচ দিন আগেও সফি আরমারের সঙ্গে কথা হয়েছিল মুসার ৷ হায়দরাবাদ থেকে IS সন্দেহে নইমাতুল্লার গ্রেফতারির পর সিরিয়া থেকে মুসাকে ফোন করে সাবধান করেছিলেন আইএস প্রধান সফি আরমার ৷ সতর্ক করা হলেও বর্ধমান থেকে ধরা পড়ে যায় মুসা।
advertisement
মুসাকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, মুসার আইএসের দিল্লি ও কাশ্মীর মডিউলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ৷ ২০১৫ সালে বেশ কয়েক মাস দিল্লি ও কাশ্মীরে কাটিয়েছিল মুসা ৷
দুই রাজ্যেই বাড়ি ভাড়া করে এতদিন কাটানোর পিছনে নিশ্চয় কোনও গুরুতর অভিসন্ধি ছিল বলে গোয়েন্দাদের অনুমান ৷ আইএস প্রধান সফি আরমারের নির্দেশেই সে ওই অঞ্চলে কোনও কাজে গিয়েছিল ৷ মুসার কাছ থেকে কাশ্মীর ও দিল্লির বেশ কিছুজন সন্দেহভাজনের যোগাযোগ নম্বর পেয়েছেন গোয়েন্দারা ৷ সেই সূত্রকে কাজে লাগিয়েই ওই অঞ্চলের সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে ৷
advertisement
মুসার জেরা পর্বে গোটা ভারতে বিস্তৃত আইএস জঙ্গি জালের আভাস পেয়ে শঙ্কিত গোয়েন্দারা ৷ পাঁচ-ছটি ভাষায় পারদর্শী আইএস শীর্ষ কর্তার মুসা ওই অঞ্চলের সক্রিয় আইএস জঙ্গিদের উদ্বুদ্ধ করার কাজে গিয়েছিলেন বলেই অনুমান তদন্তকারীদের ৷ গোটা দেশ জুড়ে আইএস কর্মকাণ্ড বেড়ে ওঠায় আশঙ্কিত প্রশাসন ৷
ইন্ডিয়ান মুজাহিদিন, জৈয়স-এ-মহম্মদ,আল-কায়দার মতো জঙ্গি সংগঠগুলির সঙ্গে যুক্ত তরুণ জঙ্গিদের এক ছাতার নীচে নিয়ে আসার প্রচেষ্টার ইঙ্গিত মুসার বয়ানে মিলেছে ৷ গোটা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আইএস ৷ নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে এবং পুরনো জঙ্গি যোগাযোগগুলি ঝালিয়ে নিতেই রিক্রুয়টার হিসেবে কাজে লাগানো হয়েছে মুসা ও তাঁর মতো আরও অনেককে ৷
advertisement
গত কয়েক মাসে ধরা পড়েছে একের পর এক আইএস সন্দেহভাজন ৷ ভারতে আইএস কার্যকলাপের বাড়বাড়ন্ত এতেই প্রমাণিত ৷ ভারতব্যাপী আইএসের জঙ্গি জালকে প্রকাশ্যে আনতে রাজ্য ও কেন্দ্রের কাছে মুসার বয়ান খুবই গুরুত্বপূর্ণ ৷
মুসা মামলা নিতে চায় এনআইএ। তবে তার আগে মুসাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ। গুলশান হামলায় স্পষ্ট, আইএস-জেএমবি সন্ত্রাসের যৌথ নেটওয়ার্ক গড়ে তুলতে চায় উপমহাদেশে। সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা মুসাকে তাই হেফাজতে নিয়ে জেরা করে এনআইএ।
advertisement
আগামী ২০ জুলাই মুসার বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহিতার মামলা দায়ের করতে চলেছে CID ৷
বাংলা খবর/ খবর/Uncategorized/
গোটা ভারতে ছড়ানো আইএস জালের লিঙ্কম্যান মুসা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement