‘সমাবেশে লক্ষ লক্ষ জনতার ঢল’, জনসমাবেশের ছবি পোস্ট করে হাসির খোরাক লালু
Last Updated:
‘সমাবেশে লক্ষ লক্ষ জনতার ঢল’, জনসমাবেশের ছবি পোস্ট করে হাসির খোরাক লালু
#পটনা: জনসমাবেশের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক লালুপ্রসাদ যাদব ৷ শাসকদল বিজেপি ও জেডিইউ-এর টক্করে মরিয়া লালু নাকি জনসমাবেশের জনপ্রিয়তা বোঝাতে যে ছবি প্রকাশ করেছেন তা নাকি জাল ৷ সোশ্যাল মিডিয়ার দাবি এটাই ৷ তারপর থেকেই ট্যুইটারে ট্রেন্ডিং লালু আর তাঁর পোস্ট ৷
নীতিশ কুমারের সঙ্গে গাঁটছড়া ভাঙার পর রবিবারই ছিল আরজেডি সুপ্রিমোর প্রথম জনসমাবেশ ৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বসপা সহ ১৮টি বিরোধী দলকে নিয়ে বিজেপি ভাগাও, দেশ বাঁচাও জনসভায় কত লক্ষ মানুষের জমায়েত হয়েছিল তা বোঝাতে একটি ছবি পোস্ট করেন ৷ সঙ্গে লেখেন, ‘পটনার গান্ধি ময়দান তাঁর সমর্থনে কানায় কানায় ভর্তি ৷ তাঁর এলাকায় অন্য কারোর তাঁর মুখোমুখি দাঁড়ানোর মতো দম কারোর নেই ৷ চাইলে যে কেউ এখানে এসে লোকসংখ্যা গুণে নিতে পারে ৷’
advertisement
জনসমাবেশের ছবি পোস্ট করে শরদ যাদব, তেজস্বী প্রসাদও ৷ লালুর ছেলে তেজস্বীর দাবি, সভায় ৩০ লাখেরও বেশি লোক জমা হয়েছে ৷
advertisement
No "Face" will stand in front of Lalu's "Base". Come & Count as much as u can in Gandhi Maidan, Patna #DeshBachao pic.twitter.com/sXoAcpwNKw
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) August 27, 2017
advertisement
If someone thinks BJP can't be defeated than come to Gandhi Maidan, 30 lacs people are waiting. #DeshBachao pic.twitter.com/qSzzuoos3K — Tejashwi Yadav (@yadavtejashwi) August 27, 2017
লালুর পর পরই একই অ্যাঙ্গেল থেকে তোলা জনসমাবেশের একটি ছবি পোস্ট করে সংবাদ সংস্থা ANI ৷ শরদ যাদব ও ANI-এর পোস্ট করা ছবি দেখে সন্দেহের শুরু ৷ কারণ এই দুই ছবির তুলনায় লালুর ছবিতে জনসংখ্যা অনেক বেশি ছিল ৷ ANI-এর ছবির সঙ্গে লালুর ছবি মিলিয়ে দেখতেই প্রমাণিত হয়ে যায়, ছবিটিতে ফটোশপের কারিকুরি করে জনসংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে ৷
advertisement
RJD's Patna rally: Picture taken from same point where Lalu Prasad Yadav's purported picture was taken; crowd sizes are different. pic.twitter.com/3QuEsBlQua
— ANI (@ANI) August 27, 2017
এরপরই ট্রোলে ভরে ওঠে ট্যুইটার ৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়ে ওঠেন লালু ৷ সমালোচনায় ঝাঁপিয়ে পড়েন বিরোধী দলের রাজনৈতিক নেতারাও ৷ কেউ কেউ বলেন, ‘লালুর সভায় এত লোক এসেছিল যে মহাকাশ থেকেও দেখা যাচ্ছিল ৷’ কেউ আবার লালুর ছবিতে কোথায় কোথায় ফটোশপ ব্যবহার করে লোক বাড়ানো হয়েছে তাও মার্ক করে পোস্ট করেন ৷
advertisement
Counted as much as I could @laluprasadrjd pic.twitter.com/UOGYIjP8xG — José Covaco (@HoeZaay) August 27, 2017
Lalu ji's rally can be seen from space . pic.twitter.com/wgI1ZkVEFu
— Giriraj Singh (@girirajsinghbjp) August 27, 2017
advertisement
Location :
First Published :
August 28, 2017 12:12 PM IST
বাংলা খবর/ খবর/Uncategorized/
‘সমাবেশে লক্ষ লক্ষ জনতার ঢল’, জনসমাবেশের ছবি পোস্ট করে হাসির খোরাক লালু