ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ২টি মৃতদেহ, মৃতের সংখ্যা বেড়ে ২৪

Last Updated:

ধ্বংসস্তূপের তলা থেকে নতুন করে উদ্ধার হল আরও দুটি মৃতদেহ ৷ পোস্তায় উড়ালপুল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ ৷ দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৯ ঘণ্টা ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ ৷

#কলকাতা: ধ্বংসস্তূপের তলা থেকে নতুন করে উদ্ধার হল আরও দুটি মৃতদেহ ৷ পোস্তায় উড়ালপুল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ ৷ এদের মধ্যে ২১ জন পুরুষ ও ৩ জন মহিলা ৷ দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় একদিন ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ ৷
শুক্রবার সকালে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হল দুটি গাড়ি, একটি রিক্সা এবং একটি ট্রাক ৷ ট্রাকের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ ৷ পুলিশের অনুমান, ওই ব্যক্তি সম্ভবত ট্রাকের খালাসি ৷  ধ্বংসস্তুপের নীচে মিনিবাস চাপা পড়ার গুজব শোনা যাচ্ছিল এখনও পর্যন্ত মিনিবাসের খোঁজ মেলেনি ৷ উদ্ধারকারীদের মতে, মিনিবাস থাকার সম্ভাবনা ক্ষীণ ৷ ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়ে আছেন, তাঁদের জীবিত উদ্ধারের আশা ক্রমশ কমছে। উড়ালপুলের ভাঙা অংশ পুরো সরানো না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়, মৃতের সংখ্যা কত। NDRF-এর ডিজি ওপি সিং জানালেন, ‘সারারাত উদ্ধারকাজ চলেছে ৷ NDRF-এর ১০ টি দল যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংসস্তূপ সরিয়ে আটকদের উদ্ধারের চেষ্টা করছে ৷ তবে এত সময় কেটে যাওয়ার পর ধ্বংসস্তূপের নীচে জীবিত কেউ থাকার সম্ভাবনা ক্ষীণ ৷’  উদ্ধারকাজ দুপুরের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্ধারকারীরা ৷ সরকারি মতে এখনও পর্যন্ত দুর্ঘটনায় আহতের সংখ্যা ৮৮ জন ৷
advertisement
vlcsnap-2016-04-01-09h01m50s238
advertisement
সেনাবাহিনী, দমকল, এনডিআরএফ বাহিনীর সঙ্গে হাত লাগিয়ে উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয়রাও ৷ গভীর রাত পর্যন্ত দুর্ঘটনাস্থলে ছিলেন পুলিশ ও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ রাত ১০ টা পর্যন্ত উদ্ধারকাজের তদারকিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গভীর রাতে উদ্ধারকাজ তদারকিতে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ২টি মৃতদেহ, মৃতের সংখ্যা বেড়ে ২৪
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement