কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের শিলান্যাস

Last Updated:

ছ’বছর বাদে অবশেষে কলকাতা বিমানবন্দরে মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হতে চলেছে। রবিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের বিমানবন্দর স্টেশনের শিলান্যাস করবেন। বিমানবন্দরে পুরনো টার্মিনালের বিপরীত দিকের মাঠে, মাটির নীচে স্টেশন তৈরি হবে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন মিলেছে।

#কলকাতা: ছ’বছর বাদে অবশেষে কলকাতা বিমানবন্দরে মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হতে চলেছে। রবিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের বিমানবন্দর স্টেশনের শিলান্যাস করলেন। বিমানবন্দরে পুরনো টার্মিনালের বিপরীত দিকের মাঠে, মাটির নীচে স্টেশন তৈরি হবে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন মিলেছে।
কলকাতা বিমানবন্দর থেকে মেট্রোয় চেপে এবার সহজেই পৌঁছনো যাবে গড়িয়া, ধর্মতলা, শিয়ালদা এবং হাওড়ায়। অবশেষে কলকাতা বিমানবন্দরে সঙ্গে জুড়তে চলেছে বাকি কলকাতা। ২০১১ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা মেট্রো রেলকে বিমানবন্দরে স্টেশন তৈরির অনুমতি দেয়। যদিও প্রকল্পের ভবিষ্যত ও একাধিক জটিলতায় কাজ থমকে ছিল। ৬ বছর পরে এবার সেই স্টেশন তৈরির কাজ শুরু হতে চলেছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে  বিমানযাত্রীরা টার্মিনাল থেকে বেরিয়ে ওয়ার্কালেটরে চেপে সরাসরি পৌঁছে যেতে পারবেন ২০০ মিটার দূরের বিমানবন্দর মেট্রো স্টেশনে। মেট্রো ধরে যেতে হবে নোয়াপাড়ায়। নোয়াপাড়ায় প্ল্যাটফর্ম পরিবর্তন করে গন্তব্যে পৌঁছানোর জন্য  উঠতে হবে নতুন ট্রেনে।
advertisement
গড়িয়া - বিমানবন্দর যাত্রাপথে প্রান্তিক স্টেশন হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন । নোয়াপাড়া-বারাসত মেট্রো পথে এয়ারপোর্ট স্টপেজ থাকছে। একই স্টেশন ব্যবহার করে বারাসত, দমদম, শ্যামবাজার, ধর্মতলা পৌঁছতে পারবেন যাত্রীরা। গড়িয়াগামী মেট্রো ধরে সেক্টর ফাইভে স্টেশন বদলে হাওড়া যেতে পারবেন। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সেক্টর ফাইভ থেকে বিমানবন্দর পর্যন্ত লাইন সম্প্রসারণ হওয়ার কথা। অর্থাৎ যানজট পেরিয়ে সহজেই কলকাতা বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারবেন যাত্রীরা ৷
advertisement
বাংলা খবর/ খবর/Uncategorized/
কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের শিলান্যাস
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement