তামিলনাড়ুতে ‘আম্মা’, কেরলে বামেরা, অসমে বিজেপি, কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি

Last Updated:

তামিলনাড়ুতে ফের মসনদে জয়ললিতা। কেরলে ক্ষমতায় ফিরল বামেরা। অসমে কংগ্রেসকে হারিয়ে এবার বিজেপির শাসন। কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি।

#চেন্নাই: তামিলনাড়ুতে ফের মসনদে জয়ললিতা। পশ্চিমবঙ্গ মুখ ফেরালেও কেরলে ক্ষমতায় ফিরল বামেরা। অসমে কংগ্রেসকে হারিয়ে এবার বিজেপির শাসন। কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি।
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতো দেশের নজর ছিল পূর্ব ও দক্ষিণের অন্যান্য রাজ্যেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তামিলনাড়ুতে এবারও ক্ষমতা ধরে রেখেছেন জয়ললিতা। প্রতিষ্ঠানবিরোধিতাকে জয় করে ফের মুখ্যমন্ত্রী অতীতের চলচ্চিত্র তারকা।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০১৬ মোট আসন ২৩৪ ৷ জয়ললিতার নেতৃত্বাধীন এডিএমকে জিতেছে ১৩৪ কেন্দ্রে ৷ এম করুণানিধির নেতৃত্বে ডিএমকে জোট পেয়েছে ৯৮ আসন পিএমকে জিতেছে একটি আসনে ও বিজয়কান্তের নেতৃত্বাধীন ডিএমডিকে জোট একটিও আসন পায়নি ৷
advertisement
advertisement
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফকে হারিয়ে কেরলে সিপিএমের নেতৃত্বে ক্ষমতায় ফিরেছে এলডিএফ। খাতা খুলেছে বিজেপি।
কেরল বিধানসভা নির্বাচন ২০১৬
মোট আসন ১৪০
এলডিএফ ৯১
ইউডিএফ    ৪৭
বিজেপি    ১
অন্যান্য    ১
অসমেও এবার পালাবদল। বিহারে শোচনীয় হারের পর বিজেপির লক্ষ্য ছিল অসম জয় ৷  অসম নির্বাচন ছিল মোদি ও অমিত শাহর জুটি ফের ঘুরে দাঁড়ানোর লড়াই ৷ সেই লড়াইয়ে সফল হয়ে তরুণ গগৈ সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।
advertisement
অসম বিধানসভা নির্বাচন ২০১৬
মোট আসন ১২৬
বিজেপি ৮৬
কংগ্রেস জোট ২৫
এইউডিএফ জোট ১৩
অন্যান্য ২
বাংলা খবর/ খবর/Uncategorized/
তামিলনাড়ুতে ‘আম্মা’, কেরলে বামেরা, অসমে বিজেপি, কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement