তামিলনাড়ুতে ‘আম্মা’, কেরলে বামেরা, অসমে বিজেপি, কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি

Last Updated:

তামিলনাড়ুতে ফের মসনদে জয়ললিতা। কেরলে ক্ষমতায় ফিরল বামেরা। অসমে কংগ্রেসকে হারিয়ে এবার বিজেপির শাসন। কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি।

#চেন্নাই: তামিলনাড়ুতে ফের মসনদে জয়ললিতা। পশ্চিমবঙ্গ মুখ ফেরালেও কেরলে ক্ষমতায় ফিরল বামেরা। অসমে কংগ্রেসকে হারিয়ে এবার বিজেপির শাসন। কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি।
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতো দেশের নজর ছিল পূর্ব ও দক্ষিণের অন্যান্য রাজ্যেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তামিলনাড়ুতে এবারও ক্ষমতা ধরে রেখেছেন জয়ললিতা। প্রতিষ্ঠানবিরোধিতাকে জয় করে ফের মুখ্যমন্ত্রী অতীতের চলচ্চিত্র তারকা।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০১৬ মোট আসন ২৩৪ ৷ জয়ললিতার নেতৃত্বাধীন এডিএমকে জিতেছে ১৩৪ কেন্দ্রে ৷ এম করুণানিধির নেতৃত্বে ডিএমকে জোট পেয়েছে ৯৮ আসন পিএমকে জিতেছে একটি আসনে ও বিজয়কান্তের নেতৃত্বাধীন ডিএমডিকে জোট একটিও আসন পায়নি ৷
advertisement
advertisement
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফকে হারিয়ে কেরলে সিপিএমের নেতৃত্বে ক্ষমতায় ফিরেছে এলডিএফ। খাতা খুলেছে বিজেপি।
কেরল বিধানসভা নির্বাচন ২০১৬
মোট আসন ১৪০
এলডিএফ ৯১
ইউডিএফ    ৪৭
বিজেপি    ১
অন্যান্য    ১
অসমেও এবার পালাবদল। বিহারে শোচনীয় হারের পর বিজেপির লক্ষ্য ছিল অসম জয় ৷  অসম নির্বাচন ছিল মোদি ও অমিত শাহর জুটি ফের ঘুরে দাঁড়ানোর লড়াই ৷ সেই লড়াইয়ে সফল হয়ে তরুণ গগৈ সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।
advertisement
অসম বিধানসভা নির্বাচন ২০১৬
মোট আসন ১২৬
বিজেপি ৮৬
কংগ্রেস জোট ২৫
এইউডিএফ জোট ১৩
অন্যান্য ২
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
তামিলনাড়ুতে ‘আম্মা’, কেরলে বামেরা, অসমে বিজেপি, কংগ্রেসের সান্ত্বনা শুধু পুদুচেরি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement