লাটাগুড়িতে গাছ কাটার ওপর সোমবার পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated:

লাটাগুড়িতে উড়ালপুল নির্মাণে গাছ কাটার কাজে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

#কলকাতা: লাটাগুড়িতে উড়ালপুল নির্মাণে গাছ কাটার কাজে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ লাটাগুড়ির গাছ কাটা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় ৷ সেই মামলাতেই এই নির্দেশ হাইকোর্টের ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে সোমবার ৷ ততদিন পর্যন্ত গাছ কাটার উপর স্থগিতাদেশ জারি করল আদালত ৷
তৈরি হবে উড়ালপুল ৷ আর তার জন্যই লাটাগুড়ি জাতীয় উদ্যান থেকে কাটা পড়তে চলেছে ৩০ হাজার প্রাচীন গাছ ৷ তার জন্য বন্ধ গরুমারা ও চাপড়ামারিতে কার সাফারি ৷ লাটাগুড়ি থেকে কার সাফারি বন্ধ ৷ ৩১ নং জাতীয় সড়কে পুলিশের ব্যারিকেড ৷ নামানো হয়েছে প্রচুর পুলিশ ৷
পরিবেশবিদদের প্রতিবাদ সত্ত্বেও বৃহস্পতিবার লাটাগুড়িতে উড়ালপুল নির্মাণে গাছ কাটার কাজ শুরু করে বন দফতর। একতিরিশ নম্বর জাতীয় সড়কে, ওই এলাকায় জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা। নামানো হয় আধাসেনা। বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন সাত পরিবেশকর্মী।
advertisement
advertisement
লাটাগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে উড়ালপুল নির্মাণ। এনজেপি - কোচবিহার রেলপথের ওপর এই উড়ালপুল নির্মাণের দাবি দীর্ঘদিনের। জলপাইগুড়ি সফরে গিয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কেন প্রয়োজন উড়ালপুল?
- ৩১ নম্বর জাতীয় সড়কে, ওই এলাকায় প্রবল যানজট
- রাস্তার গতি বাড়ানো দরকার
- লক্ষ্য এলাকার উন্নয়ন
advertisement
ওই উড়ালপুল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি পরিবেশপ্রেমীদের।
কেন আপত্তি পরিবেশপ্রেমীদের?
- উড়ালপুল নির্মাণ করতে গেলে গাছ কাটতে হবে
- তাতে ৫২৮ টি গাছ কাটতে হবে
- ওই এলাকায় হাতির করিডোর রয়েছে
ওই উড়ালপুল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি পরিবেশপ্রেমীদের।
কেন আপত্তি পরিবেশপ্রেমীদের?
- উড়ালপুল নির্মাণ করতে গেলে গাছ কাটতে হবে
advertisement
- তাতে ৫২৮ টি গাছ কাটতে হবে
- ওই এলাকায় হাতির করিডোর রয়েছে
বৃহস্পতিবার, ১৪৪ ধারা জারি করে শুরু হয় গাছ কাটা। নামানো হয় আধাসেনাও। বিক্ষোভ শুরু করেন স্থানীয় পরিবেশপ্রেমীরা। শুরু হয় ধস্তাধস্তি। আটক করা হয় সাতজনকে।
যতদিন গাছ কাটা শেষ না হচ্ছে ততদিন ১৪৪ ধারা জারি থাকবে। বিক্ষোভের আঁচও যে কমবে না তা স্পষ্ট করে দিয়েছেন পরিবেশপ্রেমীরা। বিকল্প হিসেবে আণ্ডারপাস তৈরির প্রস্তাবও দিয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
লাটাগুড়িতে গাছ কাটার ওপর সোমবার পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement