ঢাকার রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, মৃত ৩, আহত ৩০, পণবন্দি কমপক্ষে ২০ জন

Last Updated:

প্রথমে ইস্তানবুল বিমান বন্দরে জঙ্গিহানা ৷ তারপর কাবুল ৷ আর এবার বাংলাদেশের রাজধানী

#ঢাকা: প্রথমে ইস্তানবুল বিমান বন্দরে জঙ্গিহানা ৷ তারপর কাবুল ৷ আর এবার বাংলাদেশের রাজধানী ঢাকায় একদল বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ৩ জনের ৷ নিহত হয়েছেন এক পুলিশ অফিসার ৷ আহত কমপক্ষে ৩০ জন ৷ সূত্র অনুযায়ী, ২০ জনের পণবন্দি থাকার আশঙ্কা ৷
বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর, রাত ৯.১৫ মিনিট নাগাদ ঢাকার গুলশন এলাকার জনপ্রিয় স্পেনিস রেস্তোরাঁ ‘হলি আর্টিজান বেকারি’তে আচমকাই ঢুকে আসে ৮-৯ জন বন্দুকবাজ ৷ বন্দুকবাজের হামলার সময় রেস্তোরাঁয় নৈশভোজে ব্যস্ত ছিলেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক ৷ ওই বিদেশি নাগরিকদের পণবন্দি করে বন্দুকবাজেরা ৷
বন্দুকবাজদের হামলার খবর পেয়ে খুব শীঘ্রই রেস্তোরাঁ ঘিরে ফেলে বাংলাদেশের পুলিশের বিশেষ দল আরএবি ৷ বন্দুকবাজদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই ৷ রেস্তোরাঁ চত্বরে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে খবর রয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে ৷ এই ঘটনার জেরে গোটা বাংলাদেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয় দূতাবাসের সব কর্মীই রয়েছে সুরক্ষিত ৷
advertisement
advertisement
ঢাকার এই গুলশন এলাকার, শহরের সবচেয়ে আভিজাত্যপূর্ণ জায়গা ৷ এখানেই রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস ৷ রয়েছে বেশ কিছু নামী-দামী হোটেল, রেস্তোরাঁও, শপিং মল, নামী সংস্থার দফতর ও নামী শিক্ষা প্রতিষ্ঠান ৷ এই ঘটনার পর স্বভাবতই নড়ে চড়ে বসেছে, বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা ৷ বাংলাদেশের জন সাধারণকে অনুরোধ করা হয়েছে অযথা আতঙ্কিত না হতে ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
ঢাকার রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, মৃত ৩, আহত ৩০, পণবন্দি কমপক্ষে ২০ জন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement