মানস ভুঁইঞার গ্রেফতারি কি সময়ের অপেক্ষা !

Last Updated:

সবংয়ে তৃণমূল কর্মী জয়দেব জানার খুনের ঘটনায় গ্রেফতার হতে পারেন PAC চেয়ারম্যান ও কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা।

#কলকাতা: সবংয়ে তৃণমূল কর্মী জয়দেব জানার খুনের ঘটনায় গ্রেফতার হতে পারেন PAC চেয়ারম্যান ও কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা। গ্রেফতারি এড়াতে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু মানস ভুঁইঞার আবেদন ফেরাল হাইকোর্ট ৷
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন মানস ভুঁইঞার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ অপরাধের ধরন ও কেস ডায়ারি দেখে মানস-সহ অন্যদের আগাম জামিন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও উচ্চতর আদালত যাওয়ার রাস্তা খোলা থাকছে মানস ভুঁইঞার। সবংয়ের বিধায়ক ছাড়াও আরও সাত কংগ্রেস নেতারও জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
advertisement
এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেন, ‘মানস ভুঁইঞাকে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে ৷ আইনি লড়াইয়ে মানসের পাশে আছি ৷’
advertisement
হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন মানস ভুঁইঞা ৷ ঘনিষ্ঠ মহলে এমনই ইঙ্গিত দিয়েছেন সবংয়ের বিধায়ক ও PAC চেয়ারম্যান ৷ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবেন ৷ তবে ১০ অগাস্ট দিল্লিতে সিপি যোশীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত নেবেন মানস ভুঁইঞা ৷
advertisement
অন্যদিকে, অধীরের তার প্রতি সমর্থনকে কটাক্ষ করে মানস ভুঁইঞা বলেন, রাস্তায় নেমে আন্দোলন চান না  ৷ তিনি বলেন, ‘এই ইস্যু আদালতের সঙ্গে যুক্ত ৷ তাই এই ইস্যুতে আন্দোলন নয় ৷ তবে এ বিষয়ে আমার সঙ্গে কোনও কথা বলা হয়নি ৷’ এর আগে মানসকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আন্দোলন করার কথা বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷
advertisement
বিধানসভা ভোটের মুখে গত আটই এপ্রিল খুন হন তৃণমূল কর্মী জয়দেব জানা। কংগ্রেসের বিরুদ্ধে তাঁকে খুন করার অভিযোগ ওঠে । খুনের ঘটনায় নাম জড়ায় বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞার নাম। এফআইআরে নাম থাকায় এর মেদিনীপুর জেলা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি এড়াতে তাই হাইকোর্ট আগাম জামিন চান সবংয়ের বিধায়ক।
advertisement
গত ৪ জুলাই মানস ভুঁইয়ার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। মানস ভুঁইঞা সহ সাতজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে মেদিনীপুর আদালত। এর মধ্যে রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়াও।
তৃণমূল কর্মী জয়দেব জানা খুনের ঘটনায় মানস ভুঁইয়া সহ ২৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেফতারি এড়াতে এর আগে মেদিনীপুর জেলা আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন মানস ভুঁইয়া-সহ তিন জন। গত ১৪ জুন মানস সহ তিন জনের অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করে দেয় মেদিনীপুর আদালত।
advertisement
এরপর ১ জুলাই এই ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী অফিসার। সেই আবেদনেই ৪ জুলাই সম্মতি দেয় আদালত।
নির্বাচনের মুখে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের সবং। ১১ এপ্রিল সবংয়ে ছিল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৷ ৮ এপ্রিল গভীর রাতে খুন হন তৃণমূল কর্মী জয়দেব জানা। দলের প্রচার সেরে ফেরার পথে দুবরাজপুরে দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করে।
advertisement
সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার বিরুদ্ধে ওই তৃণমূল কর্মীকে খুন করানোর অভিযোগ ওঠে ৷ মানস ভুঁইয়া সহ ২৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ ১০ এপ্রিল অর্থাৎ নির্বাচনের ঠিক আগেরদিন খুনে জড়িত সন্দেহে ৩ মহিলা-সহ গ্রেফতার করা হয় ১১ জনকে ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
মানস ভুঁইঞার গ্রেফতারি কি সময়ের অপেক্ষা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement